সিলেটে করোনা শনাক্ত হয়ে এক দিনে ২২ জনের মৃত্যু হয়েছে। যা চব্বিশ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
বুধবার দুপুর ১২টা থেকে বৃহস্পতিবার দুপুর ১২টার মধ্যে তাদের মৃত্যু হয়।
এক দিনে মারা যাওয়া ২২ জনের মধ্যে ২০ জনই সিলেটের বাসিন্দা। যা জেলায় এখন পর্যন্ত সর্বোচ্চ মৃত্যু। এর আগে গত ১১ আগস্ট করোনায় সিলেট বিভাগে এক দিনে সমানসংখ্যক মৃত্যু হয়েছিল।
এ ছাড়া সিলেট বিভাগে আরও ৪৭৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে সিলেটে সুস্থ হয়েছেন ৫৯৭ জন। আর হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ৪০ জন।
বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) হিমাংশু লাল রায় এ তথ্য সব তথ্য নিশ্চিত করেন।
এতে বলা হয়েছে, নতুন করা শনাক্ত হওয়া রোগী নিয়ে সিলেট বিভাগে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৫০ হাজার ৫২০।
সিলেট বিভাগে নতুন শনাক্ত হওয়া ৪৭৮ করোনা রোগীর ১৫০ জনই সিলেটের বাসিন্দা। এ ছাড়া রয়েছেন সুনামগঞ্জের ৮৮, হবিগঞ্জের ৩১ ও মৌলভীবাজারের ১৫৯ বাসিন্দা।
এদিকে সিলেটের এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৫০ রোগীর করোনা শনাক্ত হয়েছে।
সিলেট বিভাগে বৃহস্পতিবার দৈনিক শনাক্তের হার ২৩ দশমিক ৫১ শতাংশ।
বিভাগে করোনা শনাক্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ৯৫৩ জন।
এর মধ্যে সিলেটের ৬৯৪ জন, সুনামগঞ্জের ৬৩, হবিগঞ্জের ৪৬ ও মৌলভীবাজারের ৬৯ জন। সিলেটের এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৮১ জনের মৃত্যু হয়েছে।