চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) করোনা প্রতিরোধী বুথ স্থাপন করেছে সামাজিক সংগঠন ‘ওয়ান বাংলাদেশ’ ও মানবিক সংগঠন ‘এসো মানুষের জন্য কিছু করি’।
বিশ্ববিদ্যালয়ের স্মরণ চত্বরে (জিরো পয়েন্ট) বুধবার দুপুর ১টায় উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে বুথটির উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আড়াইশ অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করে সংগঠন দুটি।
সংক্ষিপ্ত বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে বলেন, ‘করোনা মহামারিতে বিশ্ব আজ বিপর্যস্ত। এ ক্রান্তিকালে করোনাভাইরাস থেকে সাধারণ জনগণকে সুরক্ষিত রাখতে উক্ত সংগঠনের উদ্যোগ প্রশংসনীয়।’
‘এসো মানুষের জন্য কিছু করি’ মানবিক সংগঠনের উদ্যোক্তা চবি শিক্ষক রেজাউল করিম বলেন, ‘বুথে হ্যান্ড স্যানিটাইজার ও প্রতিদিন ২০০ মাস্ক দেয়া থাকবে। এটি সবার জন্য উন্মুক্ত। যে কেউ বিনামূল্যে এখান থেকে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার ও মাস্ক নিতে পারবেন।
উদ্বোধনকালে চবি ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. রাশেদ মোস্তফা, ‘ওয়ান বাংলাদেশ’ চট্টগ্রাম জেলা শাখার সভাপতি প্রফেসর ড. অঞ্জন কুমার চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ও ‘এসো মানুষের জন্য কিছু করি’ মানবিক সংগঠনের উদ্যোক্তা চবি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক রেজাউল করিম উপস্থিত ছিলেন।