বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ময়মনসিংহ মেডিক্যালে আরও ২৫ জনের মৃত্যু

  •    
  • ১৫ আগস্ট, ২০২১ ১০:০২

হাসপাতালের করোনা ইউনিটের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (ফোকাল পারসন) মহিউদ্দিন খান মুন জানান, বর্তমানে করোনা ইউনিটে ৩৫৯ জন চিকিৎসাধীন। ভর্তি হওয়া রোগীদের নমুনা পরীক্ষা করে ২২৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে আইসিইউতে ভর্তি ২১ জন।

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে এক দিনে আরও ২৫ জনের মৃত্যু হয়েছে।

শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়।

মৃত ব্যক্তিদের মধ্যে ১০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছিল। ১৫ জনের মৃত্যু হয় উপসর্গ নিয়ে। তাদের মধ্যে ১৪ জন নারী ও ১১ জন পুরুষ।

হাসপাতালের করোনা ইউনিটের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (ফোকাল পারসন) মহিউদ্দিন খান মুন এসব তথ্য নিশ্চিত করে জানান, বর্তমানে করোনা ইউনিটে ৩৫৯ জন চিকিৎসাধীন। ভর্তি হওয়া রোগীদের নমুনা পরীক্ষা করে ২২৩ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। এর মধ্যে আইসিইউতে ভর্তি ২১ জন।

এক দিনে নতুন করে ভর্তি হয়েছেন ৪৬ রোগী। এ সময়ের মধ্যে ৫৯ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

জেলা সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, নতুন করে ৬৮৪টি নমুনা পরীক্ষা করে ১৮৬ জনের করোনা শনাক্ত হয়।

এ পর্যন্ত জেলায় ১৯ হাজার ১৮১ জনের করোনা শনাক্ত হয়। সুস্থ হয়েছেন ১৪ হাজার ২৮৪ জন। জেলায় মৃত্যু হয়েছে ২২৭ জনের।

এ বিভাগের আরো খবর