গণটিকাদান কর্মসূচির চতুর্থ দিনেই বরগুনা সদরে করোনাভাইরাসের টিকার মজুত শেষ হয়ে যাওয়ায় বন্ধ হয়ে গেছে টিকাদান।
বরগুনা সদর হাসপাতাল টিকাদান কেন্দ্রে মঙ্গলবার সকাল থেকেই টিকা না নিয়ে ফিরে যেতে থাকেন নিবন্ধিত ব্যক্তিরা।
জেলার বাকি পাঁচ উপজেলার টিকার মজুতও বুধবার শেষ হয়ে যাবে বলে ধারণা করছে স্বাস্থ্য বিভাগ।
সিভিল সার্জনের কার্যালয় জানায়, জেলায় এ পর্যন্ত ১ লাখ ১০ হাজার ৮৬০ ডোজ টিকা সরবরাহ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এর মধ্যে তিনবারে অ্যাস্ট্রাজেনেকার ৪৭ হাজার ২৬০ ডোজ ও চারবারে সিনোফার্মের ৬৩ হাজার ৬০০ ডোজ টিকা এসেছে।
এই জেলায় টিকার জন্য নিবন্ধন করেছেন ১ লাখ ২০ হাজার মানুষ। তাদের মধ্যে অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ নিয়েছেন ২৩ হাজার ৬০ জন ও দ্বিতীয় ডোজ নিয়েছেন ২০ হাজার ৪৬০ জন।
সিনোফার্মের প্রথম ডোজ নিয়েছেন ৫৯ হাজার ৪৮৩ জন ও দ্বিতীয় ডোজ ৮০৬ জন।
জেলা ইপিআই সুপার আলমগীর হোসেন জানান, সদর উপজেলার টিকার মজুত শেষ। বাকি পাঁচ উপজেলায় সাত হাজারের মতো টিকা মজুত আছে। বুধবারেই এগুলো শেষ হয়ে যাবে।
জেলা সিভিল সার্জন মারিয়া হাসান নিউজবাংলাকে জানান, টিকার মজুত থাকা অবস্থাতেই বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানানো হয়েছে। দুই-তিন দিন আগে টিকা আসার কথা ছিল। টিকার বরাদ্দ চেয়ে আবার আবেদন করা হয়েছে।