পঞ্চমবারের মতো ভারত থেকে ১৯০ টন তরল অক্সিজেন বাংলাদেশে এসে পৌঁছেছে।
ভারতের ঝাড়খন্ড রাজ্যের জামশেদপুর থেকে রোববার সকালে ১০টি কনটেইনারে তরল অক্সিজেন নিয়ে ইন্দো-বাংলা অক্সিজেন এক্সপ্রেস বাংলাদেশে আসে।
বেনাপোল স্থলবন্দরে ভোর ৪টার দিকে ট্রেনটি পৌঁছায়। এরপর ঈশ্বরদী স্টেশন হয়ে সকাল ৯টার দিকে তরল অক্সিজেনের ট্রেন খালাস হয় বঙ্গবন্ধু সেতু পশ্চিম স্টেশনে।
একসঙ্গে ছয়টি লরিতে অক্সিজেন খালাস শুরু হয়।
লিনডে বাংলাদেশ নামের প্রতিষ্ঠান এ অক্সিজেন আমদানি করেছে। তাদের নিজস্ব লরি দিয়ে অক্সিজেন খালাস করে নারায়ণগঞ্জের রূপগঞ্জের কারখানায় নিয়ে যাওয়া হবে।
সেখান থেকে সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী সারা দেশে সরবরাহ করা হবে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে লিনডে বাংলাদেশের কর্মকর্তা সুফিয়া আক্তার, বঙ্গবন্ধু পশ্চিম থানার পুলিশ, রেলওয়ে পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।
- আরও পড়ুন: তৃতীয় দফায় ভারত থেকে এলো ২০০ টন অক্সিজেন
সিরাজগঞ্জের জেলা প্রশাসক ফারুক আহম্মেদ নিউজবাংলাকে জানান, চলমান করোনা সংকটে রোগীদের সেবার জন্য জরুরিভাবে এ অক্সিজেন লিনডে বাংলাদেশ ভারত থেকে নিয়ে এসেছে।
এখান থেকে খালাসের পর দেশের বিভিন্ন হাসপাতালে অক্সিজেন সরবরাহ করা হবে।
এর আগে গত ২৫ জুলাই পরীক্ষামূলকভাবে প্রথম পর্যায়ে ভারত থেকে রেলপথে অক্সিজেন আনার প্রক্রিয়া সফল হওয়ার পর ২৮ জুলাই বাংলাদেশে এসে পৌঁছায় অক্সিজেনের দ্বিতীয় চালান। তৃতীয় চালান আসে ৩১ জুলাই। ৬ আগস্ট এসে পৌঁছায় চতুর্থ চালান এবং ৮ আগস্ট আসে পঞ্চম চালান।
ভারত থেকে এখন পর্যন্ত ১ হাজার ১৯০ টন তরল অক্সিজেন বাংলাদেশে আনা হলো।