বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পাবনা হাসপাতালে চালু কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৭ আগস্ট, ২০২১ ১৮:২১

হাসপাতাল সূত্রে জানা যায়, তরল অক্সিজেন না থাকায় পাবনা জেনারেল হাসপাতালে উচ্চ প্রবাহের অক্সিজেন ও আইসিইউ সেবা পাচ্ছিলেন না রোগীরা। এ বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাপে শনিবার তরল অক্সিজেন পাঠায় ঠিকাদারি প্রতিষ্ঠান।

তরল অক্সিজেন বরাদ্দ পাওয়ায় পাবনা জেনারেল হাসপাতালে চালু হয়েছে কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহব্যবস্থা। একই সঙ্গে চালু হয়েছে চার শয্যার নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)।

শনিবার সকালে হাসপাতাল চত্বরে নবনির্মিত অক্সিজেন ট্যাংকার পূর্ণ করার পর এ কার্যক্রমের উদ্বোধন করেন পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সংকটাপন্ন করোনা রোগীসহ যেকোনো মুমূর্ষু রোগী এখন থেকে এই হাসপাতালেই আইসিইউ, ভেন্টিলেটর, হাই ফ্লো ন্যাজাল ক্যানুলার মাধ্যমে উচ্চ প্রবাহের অক্সিজেন সেবা পাবেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, তরল অক্সিজেন না থাকায় পাবনা জেনারেল হাসপাতালে উচ্চ প্রবাহের অক্সিজেন ও আইসিইউ সেবা পাচ্ছিলেন না রোগীরা।

জেলা প্রশাসন ও হাসপাতালের ঠিকাদারি প্রতিষ্ঠান এক্সপেকট্রা ইন্টারন্যাশনাল লিমিটেডকে বারবার বিষয়টি লিখিত জানিয়েও তরল অক্সিজেনের বরাদ্দ পাওয়া যাচ্ছিল না। উচ্চ প্রবাহের অক্সিজেন ও আইসিইউর অভাবে মারা যাচ্ছিলেন সংকটাপন্ন রোগীরা।

এ বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাপে শনিবার তরল অক্সিজেন পাঠায় ঠিকাদারি প্রতিষ্ঠান।

পাবনা জেনারেল হাসপতালের সহকারী পরিচালক কে এম আবু জাফর জানান, হাসপাতালে হাইফ্লো ন্যাজাল ক্যানুলা থাকলেও কেন্দ্রীয় অক্সিজেনব্যবস্থা চালু না থাকায় সেগুলো অচল ছিল।

তিনি আরও জানান, গত জুলাই মাসে উচ্চ প্রবাহের অক্সিজেন ও আইসিইউ সেবার অভাবে হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গে ৮১ জন মারা গেছেন।

কে এম আবু জাফর বলেন, ‘সংকট দূর হওয়ায় পাবনা জেনারেল হাসপাতাল থেকে সংকটাপন্ন রোগীদের আর ফেরত পাঠাতে হবে না। আমরা সর্বোচ্চ সেবা দেয়ার চেষ্টা করব।’

পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স বলেন, ‘করোনাযুদ্ধে মানুষের প্রাণ বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ ও আইসিইউ চালু হওয়ায় পাবনাবসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো। এখন থেকে পাবনাতেই উন্নত সেবা পাবেন রোগীরা।’

এ সময় উপস্থিত ছিলেন পাবনা জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট সালেহ মোহাম্মদ আলী, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক জাহেদী হাসান রুমী, পাবনা প্রেস ক্লাবের সভাপতি এ বি এম ফজলুর রহমান, সম্পাদক এস এ আসাদসহ অনেকে।

এ বিভাগের আরো খবর