স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো দেশে ওয়াই সিরিজের নতুন একটি স্মার্টফোন বাজারে এনেছে। ১ টেরাবাইটের স্টোরেজ সুবিধা নিয়ে বাজারে আসছে ভিভো ওয়াই৫৩এস।
ফোনে অনেক অ্যাপ রাখা, একাধিক ওটিটি প্ল্যাটফর্ম ব্যবহার ছাড়াও টানা গেমস খেলতে সুবিধা দেবে ফোনটি।
ভিভো ওয়াই সিরিজের নতুন ফিচারের ভিভো ওয়াই৫৩এস বৃহস্পতিবার থেকে দেশে প্রি-অর্ডার শুরু হয়েছে। যা চলবে আগামী ১০ আগস্ট পর্যন্ত।
প্রি-অর্ডার দেয়া যাচ্ছে জিএন্ডজি, পিকাবু, রবিশপ এবং অথবা ডটকম থেকে।
ভিভো বলছে, প্রি-অর্ডারকারীরা ভিভো ওয়াই৫৩এস বাজারে আসার সঙ্গে সঙ্গেই হাতে পাবেন। এরপর ১১ আগস্ট থেকে ভিভো ওয়াই৫৩এস পাওয়া যাবে ভিভোর সব অথোরাইজড আউটলেটগুলোতে।
প্রতিষ্ঠানটি এক বিজ্ঞপ্তিতে জানায়, ‘ডোরস্টেপ ডেলিভারি’ সেবার আওতায় অনলাইনেও অর্ডার করা যাবে ভিভো ওয়াই৫৩এস। ফলে বাসায় বসেই কেনা যাবে ফোনটি।
ভিভো ওয়াই৫৩এস ফোনের র্যাম ও রম দুটিই বাড়ানো যাবে। ডিভাইসটির ৮ জিবি র্যামকে বাড়ানো যাবে ১১ জিবি পর্যন্ত; আর ১২৮ জিবির মেমোরিকে বাড়ানো যাবে ১ টেরাবাইট পর্যন্ত।
এ ছাড়া দীর্ঘ সময়ের ব্যাটারি ব্যাকআপ পেতে ভিভো ওয়াই৫৩এস স্মার্টফোনে রয়েছে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। স্মার্টফোনটির ৩৩ ওয়াট ফ্ল্যাশচার্জ দ্রুত ফোনটি চার্জ করতে দেবে।
স্মার্টফোনটির পেছনে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যাতে রয়েছে ৬৪ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, ২ মেগাপিক্সেলের বোকেহ পোর্ট্রইেট ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের সুপার ম্যাক্রো ক্যামেরা।
সুপার নাইট মোড ও ইলেকট্রনিক ইমেজ স্ট্যাবিলাইজেশন (ইআইএস) প্রযুক্তি রয়েছে ক্যামেরায়।
ভিভো বাংলাদেশের প্রোডাক্ট ডিরেক্টর মি. ডেভিড লি বলেন, ‘ভিভো ওয়াই সিরিজের স্মার্টফোনগুলো আসার সময় আমরা পুরো ভিভো টিম সবসময়ই উচ্ছ্বসিত থাকি। কারণ, এই সিরিজের স্মার্টফোনগুলি সেইসব তরুণরা খোঁজেন, যারা সাশ্রয়ী মূল্যে দুর্দান্ত ক্যামেরাসহ একটি নির্ভরযোগ্য ব্যাটারির ফোন চান।’
বাংলাদেশে স্মার্টফোনটি পাওয়া যাবে ডিপ সি ব্লু এবং ফ্যান্টাসটিক রেইনবো রঙে। ফোনটি দাম ২২ হাজার ৯৯০ টাকা।