বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

৭ আগস্ট ৫০ লাখ মানুষকে টিকা

  •    
  • ৫ আগস্ট, ২০২১ ০৯:৫৫

এক সপ্তাহের মধ্যে সারা দেশে ১ কোটি মানুষকে করোনাভাইরাস প্রতিরোধী টিকার প্রথম ডোজ দেয়ার পরিকল্পনার কথা জানিয়েছিল সরকার। এর অংশ হিসেবে আপাতত ৭ আগস্ট প্রায় অর্ধকোটি মানুষকে টিকা দেয়া হবে। তারপর কিছুটা সীমিত করা হবে এ কার্যক্রম। কারণ হাতে পর্যাপ্ত টিকা নেই।

করোনাভাইরাস প্রতিরোধী টিকা প্রদানের পরিসর বাড়াতে যাচ্ছে সরকার। এর অংশ হিসেবে ৭ আগস্ট সারা দেশের ১৫ হাজারের বেশি টিকাদান কেন্দ্রে প্রায় ৫০ লাখ মানুষকে দেয়া হবে প্রথম ডোজ।

অবশ্য সরকারের পরিকল্পনা ছিল ৭ আগস্ট থেকে এক সপ্তাহের মধ্যে ১ কোটি মানুষকে প্রথম ডোজ দেয়া। টিকাস্বল্পতার কারণে তা সম্ভব হচ্ছে না বলে জানানো হয়েছে।

দেশব্যাপী গণটিকা প্রদানের জন্য ৭ আগস্ট থেকে ১২ আগস্ট পর্যন্ত তারিখ নির্ধারণ করা হলেও সেই ক্যাম্পেইনে পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এ বিষয়ে বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার খুরশীদ আলম নিউজবাংলাকে বলেন, ‘৭-১২ আগস্ট ৬ দিনের ভ্যাকসিনেশন প্ল্যান করা হলেও হঠাৎ প্ল্যানে পরিবর্তন এসেছে। ছয় দিনের পরিবর্তে এখন মাত্র একদিন করা হবে ভ্যাকসিনেশন ক্যাম্পেইন।

‘আপাতত একদিন (৭ আগস্ট) ভ্যাকসিন দেয়া হবে। তারপর সাতদিন বন্ধ থাকার পর আবার ক্যাস্পেইন চালু হবে। তবে চলমান টিকাদান কর্মসূচি অব্যাহত থাকবে। বিস্তারিত পরে জানানো হবে।’

আপাতত আগামী শনিবার দেশের প্রতিটি টিকাদান কেন্দ্র থেকে টিকা প্রদান করা হবে। তারপর কিছুটা সীমিত করা হবে এ কার্যক্রম। আরও টিকা হাতে আসলে পরিধি ফের বাড়ানো হবে। পরিকল্পনা মাফিক এক সপ্তাহে ১ কোটি মানুষকে টিকা দেয়া সম্ভব হচ্ছে না বলে দুঃখও প্রকাশ করা হয়েছে সরকার থেকে।

এ বিষয়ে বুধবার রাতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি বিবৃতি এসেছে। তাতে বলা হয়েছে, আগামী ৭ থেকে ১২ আগস্ট পর্যন্ত টিকাদান কার্যক্রম টিকাস্বল্পতার কারণে সীমিত করা হয়েছে। আপাতত ৭ আগস্ট শুধু এক দিন প্রতিটি টিকাকেন্দ্রে অগ্রিম রেজিস্ট্রেশনের ভিত্তিতে বয়োবৃদ্ধ, অসুস্থ, নারী ও প্রতিবন্ধীদের অগ্রাধিকার দিয়ে ৩০০ জনকে টিকা দেয়া হবে। অনেক চেষ্টার পরও এটা পরিবর্তন করা যাচ্ছে না।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সঙ্গে আলোচনা সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। বলা হয়েছে, ‘আগামী ১৪ আগস্ট থেকে টিকা প্রাপ্তি সাপেক্ষে এই কর্মসূচি পুনরায় শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সিদ্ধান্ত পরিবর্তনে সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।’

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এমন বিবৃতির বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার খুরশীদ আলমের সঙ্গে যোগাযোগ করে নিউজবাংলা। তিনি বলেন, ‘এটা পুরো সত্য নয়। এক দিন বড় পরিসরে টিকাদান চলবে। তারপর অন্য দিনগুলোর মতো স্বাভাবিক টিকা কার্যক্রম চলবে।’

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, শুধু ৭ আগস্ট দেশের ইউনিয়ন, পৌরসভা ও সিটি করপোরেশনের ১৫ হাজার ২৮৭টি ওয়ার্ডে এক সেশনে দেয়া হবে প্রথম ডোজ। এই দিন প্রায় ৫০ লাখ মানুষকে টিকা দেয়ার পরিকল্পনা রয়েছে।

জাপান থেকে আসা অ্যাস্ট্রাজেনেকা টিকার প্রায় ৮ লাখ ডোজ গ্রহণের পর গত শনিবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছিলেন, এক সপ্তাহে ১ কোটি মানুষকে টিকা দেয়ার লক্ষ্য নির্ধারণ করেছেন তারা।

তিনি বলেন, ‘এক সপ্তাহে ১ কোটির বেশি টিকা প্রয়োগের টার্গেট নেয়া হয়েছে। প্রথমেই বয়স্কদের অগ্রাধিকার দেয়া হবে। এর অংশ হিসেবে আগামী ৭ আগস্ট থেকে ইউনিয়ন পর্যায়ে টিকা কার্যক্রম শুরু হবে।

‘এখন টিকা মজুত আছে যথেষ্ট। আমরা গ্রামগঞ্জে টিকা কার্যক্রম শুরু করেছি। প্রায় ১৩ হাজার ৮০০ বুথে টিকা দেয়া হবে। আশা করছি, আমরা যে টিকা দেব সেটা সপ্তাহব্যাপী একটা কার্যক্রম। এর মধ্যে ১ কোটির বেশি টিকা আমরা দিতে সক্ষম হব। এটি আমাদের টার্গেট। অনেক বড় টার্গেট।’

কোভিড-১৯ পর্যালোচনাসংক্রান্ত আন্ত মন্ত্রণালয় সভা শেষে গত মঙ্গলবার সরকারের টিকার মজুত জানতে চাওয়া হয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে। তিনি বলেন, ‘আমাদের হাতে সোয়া কোটি টিকা আছে। এ মাসে আরও ১ কোটি টিকা এসে পৌঁছাবে।’

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, এ পর্যন্ত দেশের ১ কোটি ৪৪ লাখ ২৬ হাজার ৮৪ জন করোনা টিকার আওতায় এসেছেন। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ১ কোটি ৯ হাজার ৯৫৩ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪৪ লাখ ১৬ হাজার ১৩১ জন। এর মধ্যে বুধবার এক দিনে সারা দেশে টিকা নিয়েছেন ৩ লাখ ৩৬ হাজার ৮৮৩ জন।

এ বিভাগের আরো খবর