টাঙ্গাইলের দেলদুয়ারে করোনাভাইরাসের টিকা না দিয়ে কেবল সুঁই পুশ করার ঘটনার সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীর ভাষ্য, বেশি মানুষের চাপে তাড়াহুড়োর মাঝে ‘অনিচ্ছাকৃত’ ঘটনাটি ঘটেছে।
দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ নম্বর বুথে রোববার অন্তত ২০ জনের দেহে করোনার টিকা না দিয়েই কেবল সিরিঞ্জের সুঁই পুশ করার অভিযোগ ওঠে। সেখানে টিকাদানের দায়িত্বে ছিলেন সহকারী স্বাস্থ্য পরিদর্শক সাজেদা আফরিন।
স্থানীয় এক যুবক দাবি করেন, টিকাগ্রহীতাদের শরীরে শুধু সুঁই পুশ করে সিরিঞ্জ ফেলে দিতে দেখেছেন তিনি। ঘটনাটি আবাসিক চিকিৎসক শামিমকে জানানো হলে তিনি পরিত্যক্ত সিরিঞ্জগুলো সংবাদকর্মীদের সামনে বাছাই করে ২০টিতে টিকার সম্পূর্ণ ডোজের উপস্থিতি দেখতে পান।
ডা. শামিম নিউজবাংলাকে বলেন, ‘বিষয়টি অনাকাঙ্ক্ষিত। এ ব্যাপারে তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। আলামতও সংগ্রহ করা হয়েছে। দোষী সাব্যস্ত হলে সাজেদা আফরিনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।’
তদন্ত কমিটির প্রধান জেলার সহকারী সিভিল সার্জন শামিম হুসাইন চৌধুরী বলেন, ‘আমরা অভিযোগের সত্যতা পেয়েছি। এ-সংক্রান্ত প্রতিবেদন জেলা সিভিল সার্জনের কাছে জমা দেয়া হয়েছে।’
বিষয়টি জানতে জেলা সিভিল সার্জন আবু ফজল মোহম্মদ শাহাবুদ্দিন খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নিউজবাংলাকে বলেন, ‘তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য সেটি ঢাকায় স্বাস্থ্য বিভাগে পাঠিয়ে দিয়েছি।’
অভিযোগের বিষয়টি স্বীকার করেছেন সহকারী স্বাস্থ্য পরিদর্শক সাজেদা আফরিন। তিনি বলেন, ‘অনেক লোকের চাপ ছিল। অনিচ্ছাকৃতভাবে ঘটনাটি ঘটে গেছে।’