মোবাইল ফোনে এসএমএস করে জানানো হয়েছে টিকাদানের তারিখ। কিন্তু ওই তারিখ অনুসারে চট্টগ্রাম সিটি করপোরেশন জেনারেল হাসপাতাল কেন্দ্রে গিয়ে টিকা না পাওয়ার অভিযোগ উঠেছে।
সোমবার নির্দিষ্ট সময়ে টিকা নিতে গিয়ে ফিরে গেছেন অনেকে। এ সময় হাসপাতালের বাইরে ভিড় করেন পাঁচ শতাধিক টিকা প্রত্যাশী। সেখানে স্বাস্থ্যবিধি ছিল উপেক্ষিত।
ভুক্তভোগীরা জানান, কয়েকদিন ধরে একই কাজ করছে চট্টগ্রাম সিটি করপোরেশন জেনারেল হাসপাতাল। তারা টিকার জন্য এসএমএসে তারিখ দিয়েও টিকা দিচ্ছে না। অথচ এসএমএস ছাড়া অনেককে টিকা দেয়া হচ্ছে।
সোমবার সিটি করপোরেশন জেনারেল হাসপাতালের এসএমএস পেয়ে বায়েজিদ সুমন মা সপুরা বেগমকে নিয়ে টিকা দিতে যান।
তিনি নিউজবাংলাকে বলেন, ‘এসএমএসের তারিখ অনুযায়ী আমি মাকে টিকা দিতে এসেছিলাম সকাল সাড়ে দশটায়। এসে দেখি লোকজনের প্রচণ্ড ভিড়। এসএমএস পেয়েছি বলা সত্ত্বেও আমাদের ঢুকতে দেয়নি নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যরা। ওরা দেড়টা পর্যন্ত লাইনে দাঁড় করিয়ে রেখে জানালেন, টিকা শেষ, আগামীকাল আসতে।
‘হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আমাদের জন্য আজকের বরাদ্দ করা টিকা কই গেলো জানতে চাইলে তারা বলেন, এসএমএস ছাড়াও অনেকে টিকা নিয়েছে, তাই সমস্যা হয়েছে। মঙ্গলবার থেকে আর এসএমএস ছাড়া টিকা দেয়া হবে না।’
সোমবার সিটি করপোরেশন জেনারেল হাসপাতালে টিকা নিতে আসা মমিনুল আলম শাহিন নামের আরেকজন জানান একই কথা৷ তিনি বলেন, ‘আমাদের দেড়টা পর্যন্ত লাইনে দাঁড় করিয়ে রেখে বললো টিকা শেষ, কালকে আসতো হবে। এটা কোনো কথা? তাহলে এসএমএসের গুরুত্বটা রইলো কোথায়?’
শর্মী চৌধুরী নামের একজন বলেন, ‘আমি গতকালও এসেছিলাম টিকা নিতে। ওদের এসএমএসে ১ আগস্ট লেখা ছিল। কিন্তু গতকাল তো পাইই নি, টিকা আজও পাইনি। এতগুলো মানুষ এখানে ভিড় করছে, স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না, এটা দেখারও কেউ নেই।’
এ বিষয়ে জানার জন্য চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সেলিম আকতার চৌধুরীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।