বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অন্তঃসত্ত্বাদের টিকা দেয়ার পক্ষে স্বাস্থ্য অধিদপ্তর

  •    
  • ১ আগস্ট, ২০২১ ১৭:৩২

তিনি বলেন, ‘করোনা সংক্রমণ পরিস্থিতিতে দেশে গর্ভবতীদের করোনার টিকা দিতে সম্মতি দিয়েছি আমরা। এ বিষয়ে টিকাবিষয়ক সর্বোচ্চ পরামর্শক কমিটি বা ন্যাশনাল ইমুনাইজেশন অ্যাডভাইজারি গ্রুপ (নাইটেগ) থেকে সিদ্ধান্ত এলে ব্যবস্থা নেয়া হবে।’

দেশে এতদিন অন্তঃসত্ত্বা ও দুগ্ধদানকারী মায়েদেরকে করোনাভাইরাস প্রতিরোধী টিকা দেয়া না হলেও দ্রুতই তাদেরকে টিকার আওতায় আনা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

রোববার দুপুরে নিউজবাংলাকে টিকা প্রদান বিষয়ে এ পরিকল্পনার কথা জানান স্বাস্থ্য অধিদপ্তর মহাপরিচালক আবুল বাশার খুরশীদ আলম।

তিনি বলেন, ‘করোনা সংক্রমণ পরিস্থিতিতে দেশে গর্ভবতীদের করোনার টিকা দিতে সম্মতি দিয়েছি আমরা। এ বিষয়ে টিকাবিষয়ক সর্বোচ্চ পরামর্শক কমিটি বা ন্যাশনাল ইমুনাইজেশন অ্যাডভাইজারি গ্রুপ (নাইটেগ) থেকে সিদ্ধান্ত এলে ব্যবস্থা নেয়া হবে।’

করোনা থেকে সুরক্ষায় চলমান টিকা কার্যক্রমে অন্তঃসত্ত্বা নারীদের অগ্রাধিকার ভিত্তিতে অন্তুর্ভুক্ত করতে শনিবার হাইকোর্টে রিট হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার এ বিষয়ে আইনি নোটিশ দেয়া হয়েছিল। নোটিশের কোনো জবাব না পাওয়ায় এ রিট করেন তিন আইনজীবী।

স্বাস্থ্য সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও আইইডিসিআরের পরিচালককে বিবাদী করা হয়েছে রিটে।

রিটে বলা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে অন্তঃসত্ত্বারা করোনারোধী টিকা নিতে পারবেন। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে অন্তঃসত্ত্বাদের ফাইজার ও মর্ডানার উৎপাদিত কোভিড ভ্যাকসিন দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। দীর্ঘদিন যাবৎ ওইসব দেশের অন্তঃসত্ত্বা নারীরা করোনার ভ্যাকসিন নিয়ে আসছে।

‘এ কারণে আমাদের দেশের অন্তঃসত্ত্বা নারীদেরও টিকার আওতায় আনতে নির্দেশনা চেয়ে রিটটি করা হয়েছে।’

রিট বলা হয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ নারী অন্তঃসত্ত্বা হয়। অর্থাৎ ৩৫ লাখ অন্তঃসত্ত্বা নারী আরও ৩৫ লাখ মানুষের অস্তিত্ব বহন করেন। অত্যন্ত দুঃখের বিষয় সরকারের নির্ধারিত করোনার টিকা রেজিস্ট্রেশনের সুরক্ষা অ্যাপে অগ্রাধিকার ভিত্তিতে নিবন্ধন করতে অন্তঃসত্ত্বা নারীদের জন্য কোনো সুযোগ রাখা হয়নি।

আবেদনে বলা হয়, অন্তঃসত্ত্বাদের অগ্রাধিকারভিত্তিতে করোনার টিকা পাওয়ার অধিকার রয়েছে। এই অধিকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান স্বীকৃত একটি মৌলিক অধিকার। তাদেরকে অগ্রাধিকার তালিকায় অন্তর্ভুক্ত না করা একটি নিপীড়নমূলক, বৈষম্যমূলক এবং তাদের জীবনধারণের মৌলিক অধিকারের পরিপন্থী।

এ বিভাগের আরো খবর