কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় ৮৫৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৪১ দশমিক ৩ শতাংশ। এ সময়ে করোনায় প্রাণ গেছে ৮ জনের। এ নিয়ে জেলায় করোনায় মোট মৃত্যু হয়েছে ৬৮০ জনের।
জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন মঙ্গলবার বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কুমিল্লার বুড়িচংয়ে ২ ও দাউদকান্দিতে ২ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ব্রাহ্মণপাড়া, চৌদ্দগ্রাম, বরুড়া ও দেবিদ্বারে একজন করে মারা গেছেন। তাদের মধ্যে চারজন নারী ও চারজন পুরুষ।
জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্র জানায়, সোমবার বিকেল থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ২ হাজার ৬৫টি নমুনা পরীক্ষায় ৮৫৩ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৫ হাজার ৬১৮ জনে। আক্রান্তের হার ৪১ দশমিক ৩ শতাংশ।
নতুন আক্রান্তদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশনে ২২৭ জন, আদর্শ সদরে ২৬, সদর দক্ষিণে ২১, বুড়িচংয়ে ৪৫, ব্রাহ্মণপাড়ায় ২৭, চান্দিনায় ৪৪, চৌদ্দগ্রামে ৪৮, দেবিদ্বারে ৫৬, দাউদকান্দিতে ৫৫, লাকসামে ২৫, লালমাইতে ২৪, নাঙ্গলকোটে ৫২, বরুড়ায় ৭৫, মনোহরগঞ্জে ৪৪, মুরাদনগরে ৫৬, মেঘনায় ১৯, তিতাসে ২ এবং হোমনা উপজেলার ১৬ জন রয়েছেন।
এদিকে জেলায় নতুন করে সুস্থ হয়েছেন আরও ৩৭২ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৫ হাজার ১৪৪ জন।
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক মহিউদ্দিন জানান, কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে আসন রয়েছে ১৩৪টি। সেখানে এখন রোগী ভর্তি আছেন ১৭১ জন।
কুমিল্লা জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন জানান, প্রতিদিনই রোগীর চাপ বাড়ছে। কুমিল্লা জেনারেল হাসপাতালে ৯০ আসনের বিপরীতে ৯৮ জন ভর্তি রয়েছেন।
এখনো যদি সবাই সচেতন না হয়, তাহলে রোগীর চাপ সামাল দেয়া সম্ভব হবে না।