ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে এক দিনে ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫ জন করোনা শনাক্ত হয়ে ও ১৪ জন উপসর্গ নিয়ে মারা যান।
এর আগের দিনে এ হাসপাতালে ২৩ জনের মৃত্যু হয়। যা ছিল এ হাসপাতালে সর্বোচ্চ মৃত্যু।
হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন মহিউদ্দিন খান মুন জানান, বর্তমানে করোনা ইউনিটে ৪৩৮ রোগী চিকিৎসা নিচ্ছেন। ভর্তি হওয়া রোগীদের নমুনা পরীক্ষা করে ৩০৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে আইসিইউতে ভর্তি আছেন ১৯ জন। নতুন করে ভর্তি হয়েছেন ৭৬ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ৭৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
জেলা সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, নতুন করে ১ হাজার ৩০০টি নমুনা পরীক্ষা করে ৩৩২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় শনাক্তের হার ২৫ দশমিক ৫৩ শতাংশ।
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, জেলায় এ পর্যন্ত ৯৯ হাজার ৪০৬টি নমুনা পরীক্ষা করে ১৩ হাজার ১৮৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ৯ হাজার ৮৯৯ জন সুস্থ হয়েছেন।