বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চিকিৎসার মান উন্নয়নের দাবিতে মানবন্ধন

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২০ জুলাই, ২০২১ ২০:৫৪

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, মানুষের মৌলিক চাহিদাগুলোর মধ্যে অন্যতম চিকিৎসা। অথচ মাদারীপুরের কালকিনিবাসী সেই মৌলিক চাহিদা হতে বঞ্চিত। উপজেলায় ২ লাখ ৭৩ হাজার ২৫৮ মানুষের বসবাস। সেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি মাত্র ৫০ শয্যার। তাই উপজেলাবাসী কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা হতে বঞ্চিত হচ্ছে।

মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান উন্নয়ন, হাসপাতালটিকে ৫০ থেকে ১০০ শয্যায় উন্নীত ও মাদারীপুর জেলায় একটা মেডিক্যাল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন হয়েছে।

কালকিনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০১৮ ব্যাচের ব্যানারে মঙ্গলবার বেলা ১১টার দিকে কালকিনি প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, মানুষের মৌলিক চাহিদাগুলোর মধ্যে অন্যতম চিকিৎসা। অথচ মাদারীপুরের কালকিনিবাসী সেই মৌলিক চাহিদা হতে বঞ্চিত। উপজেলায় দুই লাখ ৭৩ হাজার ২৫৮ মানুষের বসবাস। সেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি মাত্র ৫০ শয্যার। তাই উপজেলাবাসী কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা হতে বঞ্চিত হচ্ছে।

বক্তারা আরও জানান, হাসপাতালে মানুষ চিকিৎসা নিয়ে সুস্থ হতে আসে, অথচ দীর্ঘদিন সংস্কারহীন পড়ে থাকায় কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দেয়ালের প্লাস্টার ধসে পড়ছে। এই সমস্যার দ্রুত সমাধান প্রয়োজন। এ ছাড়া মাদারীপুরে উন্নত চিকিৎসা ব্যবস্থা না থাকায় রোগীদের প্রায়ই ফরিদপুর অথবা বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এতে অনেক মুমূর্ষু রোগী পথেই মারা যায়।

এ সময় বক্তব্য রাখেন কালকিনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র সরাফাত হোসেন, তামিম হাসাইন, নাইমুল হাসান নাহিদ ও জিল্লুর রহমান সিয়াম।

এ বিভাগের আরো খবর