বিশ্বব্যাপী করোনাভাইরাস প্রতিরোধী টিকা বণ্টনের প্ল্যাটফর্ম কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশকে মডার্নার ৩৫ লাখ ডোজ টিকা উপহার দেয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। চলতি সপ্তাহেই টিকাগুলো ঢাকায় পৌঁছানোর কথা।
বাংলাদেশের পাশাপাশি ইউরোপের দেশ ইউক্রেনকে ২০ লাখ ডোজ টিকা দেয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউস থেকে এ ঘোষণা দেয়া হয়।
এ বিষয়ে বার্তা সংস্থা রয়টার্সের একটি নিউজলিংকসহ টুইট করেছেন ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। টুইটে তিনি টিকার সংখ্যা উল্লেখ করেছেন ৩০ লাখ।
এর আগে ২৫ লাখ ডোজ টিকা কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশকে উপহার দিয়েছিল যুক্তরাষ্ট্র।
রাষ্ট্রদূত মিলার বলেন, যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মরণঘাতী মহামারির টিকা সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
মডার্নার টিকাগুলো আগামী সোমবারের মধ্যে দেশে পৌঁছানোর কথা বলে আগেই জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
কিছুদিন আগে দেশে যে টিকা সংকট ছিল, বিভিন্ন উৎস থেকে টিকা আসতে থাকায় সেই সংকট অনেকটাই কেটে গেছে। টিকা পেতে দেশে শুক্রবার পর্যন্ত নিবন্ধন করেছেন ১ কোটি ২ লাখ ৫২ হাজার ১৬৫ জন।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক নিউজবাংলাকে বলেন, আগামী ১০ দিনের মধ্যে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার ২৯ লাখ ডোজ দেশে পৌঁছাবে। আর এ মাসের শেষে মডার্নার টিকার ৩০ লাখ ডোজ দেশে পৌঁছাবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘কোভ্যাক্স ফ্যাসিলিটি থেকে আরও কিছু টিকা আমরা পাব। একটি চিঠিতে আমাদের এ তথ্য জানানো হয়েছে। সেটা হলো মডার্নার ৩০ লাখ ডোজ আর অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২৯ লাখ ডোজ টিকা আসবে।’
স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, শনিবার রাত চীনের সিনোফার্মের আরও ২০ লাখ ডোজ টিকা পৌঁছাচ্ছে দেশে। এর মধ্যে রাত ১১টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনের সিনোফার্মের ১০ লাখ ভ্যাক্সিন দেশে পৌঁছাবে। রাত ৩টায় একই ভ্যাক্সিনের আরও ১০ লাখ ডোজ দেশে আসবে।
সরকারের ক্রয় চুক্তির দ্বিতীয় চালান হিসেবে সিনোফার্মের এই টিকা আসছে।
এর আগে চলতি মাসের শুরুতেই চীন থেকে ২০ লাখ ডোজ টিকা দেশে পৌঁছায়। চীনের সিনোফার্ম থেকে তিন কোটি ডোজ টিকা কেনার চুক্তি করেছে সরকার। ধাপে ধাপে আসবে এসব টিকা।
কেনা টিকার বাইরে চীন উপহার হিসেবে দুই দফায় বাংলাদেশকে সিনোফার্মের ১১ লাখ ডোজ টিকা দিয়েছে।