বাগেরহাটে বেড়েই চলেছে করোনা সংক্রমণ। বৃহস্পতিবার জেলায় ৩২৩ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
জেলায় করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে একজন ও উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে।
করোনা সংক্রমণ হার এখন ২৭ দশমিক ২৪ শতাংশ।
সরকারি হিসাবে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১০৪ জনের।
জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
বুধবার জেলায় নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে রয়েছেন সদরে ৩৭ জন, মোল্লাহাটে ১৭ জন, ফকিরহাটে ১৬ জন, শরণখোলায় ৫ জন, কচুয়ায় ৫ জন, মোরেলগঞ্জে ৪ জন, চিতলমারীতে ৩ জন ও মোংলায় ১ জন।
বাগেরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মিরাজুল করিম জানান, বৃহস্পতিবার করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের ও উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। বর্তমানে ৭০ শয্যার করোনা ডেডিকেটেড হাসপাতালে ৫৯ জন চিকিৎসাধীন রয়েছেন।
জেলা স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্যমতে বৃহস্পতিবার পর্যন্ত জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ১৬৩ জন। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১০৪ জনের। করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ হাজার ৫৮৬ জন।