বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সংক্রমণ ও মৃত্যুর ঊর্ধ্বগতি আরও দুই-তিন সপ্তাহ

  •    
  • ১৪ জুলাই, ২০২১ ১৭:১৩

স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র রোবেদ আমিন বলেন, ‘যে সংক্রমণটা বৃদ্ধি পেয়েছে সেটা আরও দুই থেকে তিন সপ্তাহ দেখতে হতে পারে। যদি আমার সবাই সবার স্থান থেকে স্বাস্থ্যবিধি মেনে চলতে পারি সংক্রমণ ও মৃত্যু দুইটা সামনের দিকে কমে আসবে।’

করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু সারা দেশে যখন হু হু করে বাড়ছে তখন কোরবানির ঈদ উপলক্ষে চলমান শাটডাউন শিথিল করেছে সরকার। এমন বাস্তবতায় অতি ছোয়াছে এই ভাইরাসের সংক্রমণ এবং এর প্রভাবে মৃত্যু সংখ্যা আরও দুই-তিন সপ্তাহ অব্যাহত থাকবে বলে আশঙ্কা করছে স্বাস্থ্য অধিদপ্তর।

দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে রোববার অনলাইন স্বাস্থ্য বুলেটিন এসে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও নন-কমিউনিকেবল ডিজিজের (এনসিডিসি) পরিচালক মোহাম্মদ রোবেদ আমিন এ আশঙ্কার কথা জানান।

দুই সপ্তাহের শাটডাউন শেষ হচ্ছে বুধবার রাতে। কিন্তু এই সময়েও করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণ নিয়ে কোনো আশার খবর নেই। সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। শাটডাউন শিথিলে হলে সংক্রমণ আরও বাড়ার সম্ভাবনা দেখছেন জন স্বাস্থ্যবিশেষজ্ঞরা।

আটদিন শাটডাউন শিথিলের কারণে আরও দুই থেকে তিন সপ্তাহ সংক্রমণের গতি বাড়বে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ রোবেদ আমিন।

তিনি বলেন, ‘যে সংক্রমণটা বৃদ্ধি পেয়েছে সেটা আরও দুই থেকে তিন সপ্তাহ দেখতে হতে পারে। যদি আমার সবাই সবার স্থান থেকে স্বাস্থ্যবিধি মেনে চলতে পারি সংক্রমণ ও মৃত্যু দুইটা সামনের দিকে কমে আসবে।

‘সরকারের নির্দেশনা আমাদের নামতেই হবে। বিধিনিষেধ শিথিল হলেও আমরা যদি আমাদের গণটিকা কার্যক্রম সঠিকভাবে যদি করতে পারি এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে পারি তাহলে সংক্রমণ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।’

ঈদকে কেন্দ্র করে শপিং মল, পশুর হাট যদি খোলা রাখা হয়, সেক্ষেত্রে সংক্রমণ বাড়ার আশঙ্কা রয়েছে বলে মনে করেন রোবেদ আমিন। এসব জায়গায় সর্বোচ্চ স্বাস্থ্যবিধি এবং শতভাগ মাস্ক পরিধান নিশ্চিতের আহ্বান জানিয়েছেন তিনি।

‘আমরা জানতে পেরেছি, বিধিনিষেধ শিথিলের মধ্যে পরিবহনও খুলে দেয়া হবে, কিন্তু সেখানে যদি যাত্রী অর্ধেক না করা হয়, তাহলেও সংক্রমণ কমবে না বরং লাফিয়ে বাড়বে।’

স্বাস্থ্য অধিদপ্তরের এই মুখপাত্র জানান, কোরবানির হাট ১৭ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত চলবে। কিন্তু পশুর হাটে যদি মানুষের মধ্যে সামাজিক দূরত্ব না থাকে এবং মাস্ক ব্যবহার না হয়, তাহলে সংক্রমণ যে কারো থেকেই ছড়িয়ে যেতে পারে।’

অধ্যাপক ডা. রোবেদ আমিন আরও বলেন, ‘বিধিনিষেধ শিথিল করা হোক বা না হোক, যদি স্বাস্থ্যবিধি ঠিকমতো মেনে চলা হয়, তাহলে আশা করছি সংক্রমণ এতটা ছড়াতে পারবে না। কিন্তু আমরা দেখেছি স্বাস্থ্যবিধি সেভাবে মানা হচ্ছে না। তবে সরকার জানিয়েছে, সংক্রমণ প্রতিরোধে ঈদের পরপরই সরকারের নির্দেশনা অনুযায়ী আবারও দুই সপ্তাহের বিধিনিষেধ জারি করা হবে।’

এ বিভাগের আরো খবর