মেহেরপুরের তিন উপজেলায় করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।
মঙ্গলবার সকাল গাংনী, সদর ও মুজিরনগর উপজেলায় একযোগে সিনোফার্মের টিকা দেয়া শুরু হয়েছে বলে জানান সিভিল সার্জন মোহাম্মদ নাসির উদ্দিন।
তিন উপজেলায় কতোজনকে টিকা দেয়া হবে এই প্রশ্নের জবাবে তিনি বলেন, জেলায় এখন পর্যন্ত ৩৮ হাজার মানুষ নিবন্ধন করেছেন। এরমধ্যে গাংনীরই আছে ৬ শ’ জন।
টিকা নিতে আসা মুদি দোকানি মুছাব উদ্দিন বলেন, ‘আমি এক সপ্তাহ আগে সুরক্ষা ওয়েবসাইট থেকে টিকা নেয়ার জন্য আবেদন করি। তার পরিপ্রেক্ষিতে মোবাইলে এসএমএস আসে যে, আজ সকালে টিকা দেয়া হবে। আমি শুরুতে খুব ভয় পাচ্ছিলাম। এখন দেখছি আসলে টিকা দেয়া খুব সহজ।
ওষুধ ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান সেন্টু বলেন, ‘আমাদের দেশে প্রথম যখন টিকা দেয়া শুরু হলো তখন ভয়ে আমি টিকা নিছিলাম না। কারণ হলো আমাকে একজন বলেছিল টিকা নিলে নাকি আমি আর বাবা হতে পারব না। এখন বুঝতে পারছি সব গুজব ছিল। কয়দিন আগে অনলাইনে আবেদন করেছি। আর আজ এসে টিকা দিয়ে গেলাম।’
সিভিল সার্জন মোহাম্মদ নাসির উদ্দিন নিউজবাংলাকে জানান, ৩৮ হাজার নিবন্ধনকারীর মধ্যে ২১ হাজার জনকে টিকার প্রথম ডোজ দেয়া হয়েছে। রেজিস্ট্রেশন ও টিকাদান কার্যক্রম চলমান থাকবে। পর্যায়ক্রমে সবাইকে স্বাস্থ্য বিভাগ ঘোষিত নিয়ম অনুসারে টিকা দেয়া হবে।