রাশিয়া উদ্ভাবিত করোনাভাইরাস প্রতিরোধী টিকা স্পুৎনিক-ভি সেপ্টেম্বর থেকে তৈরি করবে ভারতের টিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠান সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া।
এনডিটিভির প্রতিবেদনে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।
রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (আরডিআইএফ) জানিয়েছে, প্রতিবছর স্পুৎনিক-ভির ৩০ কোটি ডোজ ভারতে উৎপাদনের পরিকল্পনা রয়েছে।
টিকা উৎপাদনে প্রয়োজনীয় প্রযুক্তি এরই মধ্যে দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশটিতে পাঠানো শুরু হয়েছে। আশা করা যাচ্ছে, টিকার প্রথম ব্যাচ সেপ্টেম্বরেই পাওয়া যাবে।
আরডিআইএফ এক বিবৃতিতে জানায়, ‘প্রযুক্তি স্থানান্তর প্রক্রিয়ার অংশ হিসেবে রাশিয়ার চিকিৎসাবিষয়ক সংস্থা গামালেয়া সেন্টার থেকে সেল ও ভেক্টর নমুনা এরই মধ্যে গ্রহণ করেছে সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া।’
সিরাম ইনস্টিটিউটের প্রধান আদর পুনাওয়ালা বলেন, ‘স্পুৎনিক-ভি উৎপাদনে আরডিআইএফের অংশীদার হতে পেরে আমি আনন্দিত।
‘আগামী কয়েক মাসের মধ্যে আশা করছি করোনা টিকার লাখ লাখ ডোজ আমরা তৈরি করতে পারব।’
তিনি বলেন, ‘বিশ্বে করোনার নতুন নতুন ধরন শনাক্ত হচ্ছে। ভাইরাসটিকে ঘিরে এই অনিশ্চয়তার সময়ে আন্তর্জাতিক সংস্থা ও বিভিন্ন দেশের সরকারের একযোগে কাজ করা গুরুত্বপূর্ণ।
‘এর মাধ্যমে মহামারির বিরুদ্ধে আমাদের লড়াই আরও জোরদার হবে বলে মনে করি।’
আরডিআইএফের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কিরিল দিমিত্রিয়েভ বলেন, ‘আমাদের উৎপাদন সক্ষমতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধির লক্ষ্যে কৌশলগত অংশীদারত্ব প্রধান পদক্ষেপ।
‘ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে মহামারিকালে মানুষের জীবন রক্ষায় বিশেষজ্ঞ ও সরকারের যৌথ কাজ করার উপযুক্ত উদাহরণ এই পদক্ষেপের মাধ্যমে প্রতিফলিত হবে।’
ভারতে শনাক্ত হওয়া করোনার অতি সংক্রামক ডেল্টা ধরনের আঘাতে কয়েক মাস ধরে বিপর্যস্ত পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে ভারত। সম্প্রতি ভাইরাসটির প্রাদুর্ভাব দেশটিতে কিছুটা কমলেও বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে এটি দাপিয়ে বেড়াচ্ছে।
করোনার ডেল্টা ধরনে এরই মধ্যে ভারতের লাখ লাখ মানুষ সংক্রমিত হয়েছে।
এমন বাস্তবতায় ভাইরাস মোকাবিলায় চলতি বছরের ডিসেম্বরের মধ্যে প্রাপ্তবয়স্ক সব নাগরিককে করোনা টিকা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার।