বরিশাল বিভাগে করোনা ও উপসর্গ নিয়ে একদিনে ২২ জনের মৃত্যু হয়েছে। বিভাগে এ পর্যন্ত রেকর্ড করা হিসেবে এটিই একদিনে সর্বোচ্চ মৃত্যু।
সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এই মৃতের সংখ্যা রেকর্ড করা হয়েছে। এই ২৪ ঘণ্টায় বিভাগে ৫৭৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বাসুদেব কুমার দাস জানান, বিভাগে এ পর্যন্ত ২২ হাজার ৬৮৪ করোনা রোগী শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৫২ জনের।
সবশেষ সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২২ জনের মধ্যে ৩ জন ছিলেন করোনা পজিটিভ। অন্যদের মৃত্যু হয়েছে উপসর্গ নিয়ে।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক আরও বলেন, করোনা শনাক্ত রোগীদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ হাজার ৯৩৮ জন।
এদিকে, শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, এই হাসপাতালে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ২৩১ জন এবং উপসর্গ নিয়ে ৬১৩ জনের মৃত্যু হয়েছে। উপসর্গ নিয়ে মারা যাওয়া ২৩ জনের করোনা টেস্টের রিপোর্ট এখনও মেলেনি।
হাসপাতালের করোনা ইউনিটে সম্প্রতি রোগী বেড়ে যাওয়ায় বাড়ানো হয়েছে শয্যা সংখ্যা। এখন সেখানে ৩শ বেড থাকলেও শয্যা সংকট চরম। করোনা ইউনিটের মেঝেতেও রোগীদের জায়গা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ।
সেখানকার করোনা নমুনা সংগ্রহকারী স্বেচ্ছাসেবক মো. শাকিল বলেন, ‘আগে যেখানে প্রতিদিন ৫০ থেকে ১০০ মানুষের নমুনা সংগ্রহ করতে হতো, সেখানে এখন ২০০ থেকে ৩০০ নমুনা সংগ্রহ করতে হচ্ছে। অসম্ভব হয়ে উঠছে। এর মধ্যে আমরা তো স্বেচ্ছাসেবক, তাও তিনজন। এতো লোকের নমুনা সংগ্রহে আমাদের হিমশিম খেতে হচ্ছে।’
হাসপাতালের পরিচালক এইচ এম সাইফুল ইসলাম বলেন, ‘কাঙ্খিত চিকিৎসা সেবা করোনা ইউনিটে আমরা দিতে পারছি না। তবে চিকিৎসক, নার্স ও চতুর্থশ্রেনীর কর্মচারি সংকটের মধ্যে দিয়ে যতটুকু সম্ভব ততটুকু পুরোপুরি দেয়া হচ্ছে।’