বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

করোনা শনাক্তে রেকর্ড নেত্রকোণায়

  •    
  • ১১ জুলাই, ২০২১ ২৩:৩০

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, সর্বশেষ রোববার সকাল ৮টা নাগাদ ২৪ ঘণ্টায় জেলায় ৩০২ জন নমুনা পরীক্ষা করান। ৩০ দশমিক ৪৬ শতাংশের দেহে ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে।

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে নেত্রকোণায় গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক রোগী শনাক্ত হয়েছে। একদিনে ৯২ জনের শরীরে ভাইরাসের অস্তিত্ব মিলেছে।

একই দিন জেলার বারহাট্টায় নিজ বাড়িতে ৯০ বছর বয়সী একজন মারা গেছেন ভাইরাসটিতে আক্রান্ত হয়ে।

রোববার সিভিল সার্জন কার্যালয়ের মুখপাত্র উত্তম কুমার পাল এই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, বারহাট্রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ৩ জুলাই নমুনা পরীক্ষায় ওই বৃদ্ধ করোনা পজিটিভ হন। তিনি বাড়িতে চিকিৎসা করছিলেন।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, সর্বশেষ রোববার সকাল ৮টা নাগাদ ২৪ ঘণ্টায় জেলায় ৩০২ জন নমুনা পরীক্ষা করান। এদের মধ্যে ৩০ দশমিক ৪৬ শতাংশের দেহে ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে।

যাদের দেহে করোনা শনাক্ত হয়েছে, তাদের মধ্যে ৫৬ জন পুরুষ ও ৩৬ জন নারী।

এর আগে গত শুক্রবার ২০৩ জনের নমুনা পরীক্ষায় ৭৬ জনের শরীরে ভাইরাস শনাক্ত হয়। সেদিন শনাক্তের শতকরা হার ছিল ৩৮ দশমিক ৯২ শতাংশ।

নতুন করে যানা শনাক্ত হয়েছেন, তাদের মধ্যে জেলা সদরে ২৮ জন, মোহনগঞ্জে ২৪ জন, দুর্গাপুরে ১৬ জন, কলমাকান্দায় ৮ জন, বারহাট্রায় ৭ জন, মদনে ৪ জন, কেন্দুয়ায় ৩ জন এবং আটপাড়ায় ও পূর্বধলায় এক জন করে আছেন।

জেলায় এ পর্যন্ত দুই হাজার ৯০জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে সুস্থ হয়েছেন এক হাজার ২৬১ জন। হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন আছেন ৮২৯ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৩৭ জন।

এ বিভাগের আরো খবর