করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের চিকিৎসার জন্য দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ দেয়া হয়েছে।
রোববার আইন ও সালিশ কেন্দ্রের (আসক) পক্ষে আইনজীবী ড. সৈয়দা নাসরিন ও আইনজীবী শাহিনুজ্জামান তিন দিনের সময় দিয়ে স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর এ নোটিশ পাঠান।
এ সময়ের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করা হলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।
দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় প্রত্যেক সরকারি বেসরকারি হাসপাতালে করোনা রোগীদের জন্য শয্যা বাড়াতে বলা হয়েছে নোটিশে। পাশপাশি সব জেলায় করোনা রোগীদের জন্য হাসাপাতালে পর্যাপ্ত অক্সিজেনসহ প্রয়োজনীয় মেডিক্যাল সরঞ্জাম সরবরাহ এবং গর্ভবতী নারী রোগীদের জন্য আলাদা ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।
গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে নোটিশে বলা হয়, ৭ জুলাই করোনা আক্রান্ত রোগী মৃত্যুর সংখ্যা ২০০ ছাড়িয়েছে। ডেল্টা ভ্যারিয়েন্ট দ্রুত ছড়াচ্ছে। একেবারে গ্রামগঞ্জেও এ ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ছে। প্রায় ৫০ ভাগ রোগী গ্রামের। এ অবস্থায় পাঁচটি বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ করা হয় নোটিশে।
০১. সরকারি বেসরকারি সকল হাসপাতালে করোনা রোগীদের জন্য শয্যা বাড়াতে হবে।
০২. যারা সরকারি হাসপাতালে ভর্তি হতে পারেনি তাদেরকে বেসরকারি হাসপাতালে দ্রুত ভর্তি করানোর নির্দেশনা জারি করতে হবে। নির্দেশনা না মানলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।
০৩. প্রত্যেক জেলায় করোনা হাসপাতালে প্রয়োজনীয় অক্সিজেনসহ হাই ফ্লো ক্যানুলা সরবরাহ করতে হবে।
০৪. করোনা রোগীদের যথাযথ তত্ত্বাবধান এবং হাইজেনিক ও ভালো খাবার সরবরাহ নিশ্চিতে দ্রুত পদক্ষেপ নিতে হবে।
০৫. করোনা আক্রান্ত গর্ভবতী নারীদের বিশেষ তত্ত্বাবধান এবং তাদের জন্য হসপাতালে আলাদা স্থান নির্ধারণ করে দিতে হবে।