করোনা আক্রান্ত রোগীদের সেবায় ফ্রি অ্যাম্বুলেন্স ও অক্সিজেন সার্ভিস চালু করেছে গাজীপুর মহানগর যুবলীগ।
রোববার দুপুরে চান্দনা উচ্চ বিদ্যালয় মাঠে গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও মহানগর যুবলীগ নেতা হিরা সরকার এ সার্ভিসের উদ্বোধন করেন।
যুবলীগ নেতা হিরা সরকার বলেন, ‘করোনার প্রকোপ বাড়ায় দেশ এখন সংকটকাল পার করছে। বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে অক্সিজেনসংকট। তাই গাজীপুর মহানগর যুবলীগ সংকটকালীন করোনা রোগীদের সেবায় ফ্রি অ্যাম্বুলেন্স ও অক্সিজেন সার্ভিস চালু করেছে।’
তিনি বলেন, ‘হট লাইনের (০১৭১৩-৮৩০১৩০) মাধ্যমে করোনা রোগীদের বাসায় গিয়ে অ্যাম্বুলেন্স ও অক্সিজেন সেবা পৌঁছে দেয়া হবে। মহানগরের আটটি থানায় ও ৫৭টি ওয়ার্ডে ১০০টি অক্সিজেন সিলিন্ডার মজুত আছে। এ ছাড়া মহানগরের আটটি থানা এলাকার করোনা রোগীদের হাসপাতালে পৌঁছে দেয়ার জন্য ১০টি অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকবে।
‘হটলাইনে ফোন করলে তাৎক্ষণিক যুবলীগের স্বেচ্ছাসেবক কর্মীরা অ্যাম্বুলেন্স এবং অক্সিজেন সিলিন্ডার নিয়ে করোনা রোগীর বাসায় পৌঁছে যাবে।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাসন ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য মশিউর রহমান সায়মন, মহানগর যুবলীগ নেতা রাশেদ আলম, মহানগর ছাত্রলীগের সাবেক সহসভাপতি দেওয়ান মনির, টঙ্গী থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ শামীম, মহানগর যুবলীগ নেতা রাশেদুজ্জামান মাসুম, ভাওয়াল কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সহসভাপতি জুয়েল সরকার ও সাবেক আহ্বায়ক সদস্য মৃদুল সরকার।