মানবজীবনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় যৌনমিলন। ধরাবাঁধা নির্দিষ্ট কোনো সময় না থাকলেও প্রধানত কয়েকটি সময়ই নারী-পুরুষ একে অপরের পরম সান্নিধ্যে আসতে পছন্দ করে। নতুন এক গবেষণায় যৌনমিলনের ইচ্ছার সময় নির্বাচনের মধ্য দিয়ে অনেকের শরীরের অবস্থা বোঝা যায় বলে উঠে এসেছে।
যুক্তরাজ্যের স্নায়ুবিদ ন্যান ওয়াইজের গবেষণার এমনই কিছু তথ্য দিয়েছে ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজার।
গবেষণায় দেখা গেছে, পুরুষরা সাধারণত ঘুম ভাঙার সময়ে যৌন সম্পর্কে লিপ্ত হতে বেশি পছন্দ করেন। আর অধিকাংশ নারীর পছন্দ ঘুমাতে যাওয়ার আগে।
বয়সও পছন্দ-অপছন্দের সময় নির্ধারণে বড় ভূমিকা রাখে। তুলনামূলক কম বয়সীরা রাতের দিকে এ ধরনের সম্পর্কে বেশি জড়ান। আর বয়স যত বাড়তে থাকে, ততই পছন্দের সময় ক্রমশ ভোরের দিকে যেতে থাকে। এ নিয়ে তিনটি আলাদা সময় নিয়ে গবেষণা করা হয়েছে।
ভোর: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের তাড়াতাড়ি ঘুমানোর প্রবণতা তৈরি হয়। এ কারণে বেশি বয়সের মানুষদের মধ্যে রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে ভোরে যৌন সম্পর্কে লিপ্ত হওয়ার প্রবণতা দেখা যায়।
পুরুষদের সকাল ৮টার দিকে সবচেয়ে বেশি মাত্রায় টেস্টোস্টেরন হরমোন ক্ষরণ হতে দেখা গেছে। যৌন ইচ্ছা বাড়াতে কাজ করা এ হরমোন ক্ষরণের কারণে সকালের দিকে পুরুষের মধ্যে আকাঙ্ক্ষা বেশি থাকে।
ভোরের দিকে কোনো পুরুষের যৌন ইচ্ছার মাত্রা বেশি, মানে তার শরীরে টেস্টোস্টেরন ক্ষরণের মাত্রা ভালো। শরীরও সুস্থ।
তবে ভোরে মিলনের বিষয়টি অনেকে এড়িয়ে যান দাবি করে গবেষণায় বলা হয়, যৌন সম্পর্কের ফলে একধরনের ক্লান্তি হয়। যাদের সারা দিন খুব পরিশ্রম করতে হয়, তারা অনেকেই ভোরে যৌন সম্পর্কের কারণে আবার ঘুমিয়ে পড়তে বাধ্য হন। এ কারণে ইচ্ছা থাকলেও অনেকে এই সময়টা এড়িয়ে যান।
রাত: সমীক্ষায় অংশ নেয়া অধিকাংশ নারী জানিয়েছেন, রাতে ঘুমানোর আগে শারীরিক সম্পর্ক তাদের বেশি পছন্দের।
গবেষণায় বলা হয়, যৌন সম্পর্কের ফলে প্রোল্যাকটিন এবং অক্সিটোসিন নামে হরমোনের ক্ষরণ বেশি হয়। এই হরমোনগুলো ঘুম পাড়াতে সাহায্য করে। যারা সারা দিন অনেক বেশি পরিশ্রম করেন, তাদের মধ্যে রাতে শারীরিক সম্পর্কে আগ্রহ বেশি থাকে।
গবেষণায় দাবি করা হয়, রাতে যারা যৌন সম্পর্কে বেশি উৎসাহ দেখান, তাদের অনেকেরই উদ্দেশ্য থাকে সাময়িক ক্লান্তি কাটানো এবং তারপর ঘুমিয়ে পড়া।
তবে যারা সারা দিন মানসিকভাবে ব্যস্ততার মধ্যে থাকেন, তাদের পক্ষে দিনের শেষে যৌন সম্পর্কের সঙ্গে রোমান্টিকতাকে মেশানোর ক্ষমতা কমে আসে।
দুপুর: সপ্তাহের ছুটির দিনের দুপুর যৌন সম্পর্কের জন্য পছন্দ কারও কারও। এর কারণ হিসেবে গবেষণায় বলা হয়, শারীরিক সম্পর্কের নিয়মিত অভ্যাস থেকে বের হতে অনেকেই এই সময়টা বেছে নেন।
সঙ্গী বা সঙ্গিনীর মন বুঝে, তার সময়ের সঙ্গে মানিয়ে নেয়ার প্রবণতাও সময় নির্বাচনের ক্ষেত্রে ভূমিকা রাখে। তবে যৌন সম্পর্কের জন্য ভালো বা খারাপ এমন কোনো নির্দিষ্ট সময় নেই বলে জানানো হয়েছে গবেষণায়।