খুলনা বিভাগের ১০ জেলায় করোনাভাইরাসে ৭১ জনের মৃত্যু হয়েছে। যা এখন পর্যন্ত এ বিভাগে সর্বোচ্চ মৃত্যু।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়।
এর আগে ৮ জুলাই ৫১, ৭ জুলাই ৬০ ও ৬ জুলাই ৫১ জনের মৃত্যু হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক রাশেদা সুলতানা নিউজবাংলাকে জানান, গত ২৪ ঘণ্টায় খুলনায় ২৩, কুষ্টিয়ায় ১৪, ঝিনাইদহে ১০, যশোরে ৯, চুয়াডাঙ্গায় ৬, মেহেরপুরে ৫, বাগেরহাটে ২ এবং নড়াইল ও মাগুরায় ১ জন করে মারা গেছে।
এক দিনে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৪৩ জন। নতুন করে ১ হাজার ৫৫৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
এখন পর্যন্ত এ বিভাগে করোনায় ১ হাজার ৪৮৭ জনের মৃত্যু হয়েছে।
দেশে করোনা শনাক্ত হওয়ার পর থেকে এখন পর্যন্ত এ বিভাগে ৬৯ হাজার ১৮৭ জন করোনা শনাক্ত হন। আর মোট সুস্থ হয়েছেন ৪৪ হাজার ৭২৭ জন।