রাজশাহীতে করোনা ও উপসর্গ নিয়ে এক দিনে ১৮ জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়।
এর আগে বৃহস্পতিবার এখানে ১৮ জনের মৃত্যু হয়েছিল।
বিষয়টি নিশ্চিত করে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ৩ জনের করোনা শনাক্ত হয়েছিল। বাকি ১৫ জনের মৃত্যু হয়েছে উপসর্গ নিয়ে।
এ নিয়ে চলতি মাসের ৯ দিনে এখানে মারা গেলেন ১৫৭ জন। এদের মধ্যে করোনা পজিটিভ হয়ে মারা যান ৪৫ জন। বাকিদের মৃত্যু হয় উপসর্গ নিয়ে।
এক দিনে মৃতদের মধ্যে ৫ নারী ও ১৩ পুরুষ। তাদের মধ্যে রাজশাহীর ১০, নওগাঁ, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের ২ জন করে, কুষ্টিয়ার ১ এবং সিরাজগঞ্জের ১ জন।
বয়স বিশ্লেষণে দেখা যায়, মৃতদের মধ্যে ১ জন কিশোর রয়েছে। বিশোর্ধ্ব ২ জন, তারা ২ জনই নারী। এ ছাড়া ৫ জন ষাটোর্ধ্ব, ৫ জন পঞ্চাশোর্ধ্ব, ৪ চল্লিশোর্ধ্ব ও ১ জন ত্রিশোর্ধ্ব।
করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ৭৪ নতুন রোগী ভর্তি হয়েছেন। এ সময় সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৫২ জন।
বর্তমানে করোনা বিশেষায়িত ইউনিটে ৪৫৪টি শয্যার বিপরীতে এখানে ৫০১ জন চিকিৎসাধীন।
সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী, রাজশাহীতে বৃহস্পতিবার ১ হাজার ৪৮৭টি নমুনা পরীক্ষা করে ২৬৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৭ দশমিক ৬৯ ভাগ।