হাসপাতালের করোনা ওয়ার্ডের নার্স ইনচার্জ দীপ্তি রানী জানান, মৃতদের মধ্যে ১২ জন করোনা আক্রান্ত ছিলেন। বাকি ১০ জনের মৃত্যু হয় উপর্সগ নিয়ে। বর্তমানে হাসপাতালে ১৮৭ জন করোনা পজিটিভ রোগী আর উপর্সগ নিয়ে ৯৩ জন চিকিৎসা নিচ্ছেন।
কুষ্টিয়া সদর হাসপাতালের করোনা ইউনিটে আরও ২৪ জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়।
হাসপাতালের করোনা ওয়ার্ডের নার্স ইনচার্জ দীপ্তি রানী জানান, মৃতদের মধ্যে ১৪ জন করোনা আক্রান্ত ছিলেন। বাকি ১০ জনের মৃত্যু হয় উপর্সগ নিয়ে।
বর্তমানে হাসপাতালে ১৮৭ জন করোনা পজিটিভ রোগী আর উপর্সগ নিয়ে ৯৩ জন চিকিৎসা নিচ্ছেন। এক দিনে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১৮ জন।
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, জেলায় গত ২৪ ঘণ্টায় ৭৯২টি নমুনা পরীক্ষা করে ২২০ জনের দেহে করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ২৭ দশমিক ৭৭ শতাংশ।