বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ময়মনসিংহে করোনায় আরও ৭ মৃত্যু

  •    
  • ৮ জুলাই, ২০২১ ০০:০৪

বর্তমানে করোনা ইউনিটে ৩৪১ জন ভর্তি আছেন। তাদের মধ্যে নতুন ভর্তি ৫১ জন। আইসিইউতে সেবা নিচ্ছেন ১৯ জন। এছাড়া ২৪ ঘন্টায় ৩০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।’

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় সাত জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩ জন করোনায় আক্রান্ত ছিলেন। বাকি চারজনের ছিল উপসর্গ।

করোনায় আক্রান্ত হয়ে মৃতরা হলেন- ময়মনসিংহ নগরীর কেওয়াটখালী এলাকার আব্দুল কাদের, সদরের হাফিজুর রহমান ও মোফাজ্জল হোসেন।

উপসর্গ নিয়ে মারা গেছেন ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আবুল কাশেম, নেত্রকোনা সদরের হেনা পাল, টাঙ্গাইলের কালিহাতি উপজেলার আনোয়ারা ও গাজীপুরের শ্রীপুর উপজেলার লিয়াকত আলী।

নিউজবাংলাকে বুধবার এ তথ্য জানায় হাসপাতালের মেডিসিন বিভাগের কনসালটেন্ট ও করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি বলেন, ‘বর্তমানে করোনা ইউনিটে ৩৪১ জন ভর্তি আছেন। তাদের মধ্যে নতুন ভর্তি ৫১ জন। আইসিইউতে সেবা নিচ্ছেন ১৯ জন। এছাড়া ২৪ ঘন্টায় ৩০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।’

এদিকে, গত ২৪ ঘন্টায় ৩১ জন টেলিমেডিসিন সেবা নিয়েছেন। তাদের মধ্যে ২৫ জন করোনা আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন, ৫ জন টিকা বিষয়ক পরামর্শ নিয়েছেন আর এক জন করোনা পরিক্ষা বিষয়ক পরামর্শ নিয়েছেন।

এছাড়া ওয়ান স্টপ ফ্লু কর্নারে মোট রোগী ২৭৩ জন। এদের মধ্যে করোনায় আক্রান্ত ছিলো ১৭ জন। এখান থেকে ৪ জনকে করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে। বাকি ১৩ জনকে বাসায় রেখে সেবা দেয়া হয়েছে।

জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘন্টায় নতুন করে ৭২১ টি নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে ১৯৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। জেলায় আক্রান্তের হার ২৭ দশমিক ৩২ শতাংশ।

এ বিভাগের আরো খবর