চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে টিকা নিতে এসে ভোগান্তিতে পড়তে হয়েছে বলে অভিযোগ করেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
বুধবার সকালে টিকা দেয়া শুরু হলে ৫ থেকে ৬ জনকে দেয়ার পরই সার্ভার ডাউন জানিয়ে কার্যক্রম বন্ধ করে দেয়া হয় বলে শিক্ষার্থীদের অভিযোগ।
চট্টগ্রাম মেডিক্যালে টিকা নিতে আসা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নূর নবী নিউজবাংলাকে জানান, বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ চট্টগ্রামের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা দেয়ার কথা ছিল। সকাল নয়টায় তিনি টিকা নিতে আসেন। কিন্তু কয়েকজনকে দেয়ার পরই টিকা দেয়া বন্ধ করে দেয়া হয়।
তিনি বলেন, ‘সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত আমরা হাসপাতালে বসে আছি। কর্তৃপক্ষ বলেছে সার্ভার ঠিক না হওয়া পর্যন্ত টিকা দেয়া সম্ভব হবে না। তাই আমরা সার্ভার ঠিক হওয়ার অপেক্ষায় আছি।
‘তবে আমাদের কারো ফোনে এসএমএস আসেনি। গতকালও এসএমএস ছাড়াই টিকা দেয়া হয়েছে।’
টিকা নিতে আসা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী মো. মাজহার নিউজবাংলাকে বলেন, ‘আমাদের বলা হয়েছে কোনো এক সমস্যার কারণে এসএমএস আসছে না। তাই এসএমএস ছাড়াই আমাদের টিকা দেয়ার কথা। কিন্তু সকাল থেকে বসে থেকে এখন ক্যাম্পাসে ফিরে যাচ্ছি; সার্ভার ডাউন বলে আমাদের টিকা দেয়া হয়নি।’
তবে এই অভিযোগ অস্বীকার করেছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডেয়ার জেনারেল হুমায়ন কবির বলেন, ‘এরকম কিছু হয়নি। যারা এসএমএস পেয়েছে সকাল থেকে চারটা বুথে তাদের টিকা দেয়া হচ্ছে। টিকাদান কার্যক্রম ঠিকভাবেই চলছে।
‘টিকাদান বন্ধের কোনো অভিযোগ থাকলে তো আমাদের অফিসে এসে আগে জানানো উচিত। কিন্তু আমি এমন কোনো অভিযোগ পাইনি সকাল থেকে। কেউ যদি আমার কাছে এসে অভিযোগ জানায় আমি নিজেই টিকা গ্রহণের ব্যবস্থা করে দিব।’
এ বিষয়ে জেলা সিভিল সার্জন ফজলে রাব্বি নিউজবাংলাকে বলেন, ‘এ বিষয়ে আমি তো কিছু জানিনা। হাসপাতাল কর্তৃপক্ষ জানতে পারে।’