রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের (রামেক) করোনা ইউনিটে এক দিনে ১২ জনের মৃত্যু হয়েছে।
শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়।
এর মধ্যে একজন ছিলেন করোনায় আক্রান্ত। অন্যরা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। তাদের মধ্যে একজনের নমুনা পরীক্ষার ফল নেগেটিভ আসে।
নিউজবাংলাকে তথ্যগুলো নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।
তিনি জানান, এই ২৪ ঘণ্টায় করোনা ইউনিট থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৬৪ জন। তবে নতুন করে ভর্তি হয়েছে ৭৭ রোগী।
৪০৫ শয্যার এই করোনা ইউনিটে এখন রোগী আছে ৪৮৫ জন।
এর আগে শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু হয়েছিল এই করোনা ইউনিটে। হাসপাতালটিতে গত চার দিনে করোনা ও উপসর্গ নিয়ে ৬৪ জনের মৃত্যু হলো।
হাসপাতালের পরিচালক আরও জানান, রাজশাহী মেডিক্যাল কলেজ ও রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ল্যাবে এই ২৪ ঘণ্টায় ৫৬২ জনের নমুনা পরীক্ষা করে করোনা পজিটিভ এসেছে ১৮৬ জনের। এর মধ্যে ১৫৮ জন রাজশাহীর ও ২৮ জন চাঁপাইনবাগঞ্জের।