করোনায় ও উপসর্গ নিয়ে এক দিনে যশোরে ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে যশোর ২৫০ শয্যা হাসপাতালের করোনা ডেডিকেট আইসোলেশনের রেড জোনে ৯ জন এবং সাধারণ ওয়ার্ডে উপসর্গ নিয়ে ৬ জন মারা যান।যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক আক্তারুজ্জামান জুয়েল নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, হাসপাতালে বর্তমানে ১৩০ জন রেড জোনে এবং ইয়েলো জোনে ৭২ জন চিকিৎসাধীন। আর রেড জোনের ১১ জন আইসিইউতে।এ ছাড়া ২৪ ঘণ্টার ব্যবধানে জেলায় নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ২৫০ জন।
করোনা সংক্রমণ রোধে কঠোর লকডাউন বাস্তবায়নে গত দুই দিন সেনাবাহিনী, বিজিবি, পুলিশের নেতৃত্বে একাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে কাজ করছে।অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মো. সায়েমুজ্জামান বলেন, ‘সাধারণ মানুষের অসচেতনতা এবং বেপরোয়া চলাফেরার কারণে সংক্রমণ ঊর্ধ্বগতি কমানো যাচ্ছে না। তবে কঠোর লকডাউন বাস্তবায়ন করার চেষ্টা করছি। আশা করছি, সংক্রমণ কমে আসবে।’
সিভিল সার্জন শেখ আবু শাহীন বলেন, ‘গ্রামের মানুষ করোনা উপসর্গকে গুরুত্ব দিচ্ছেন না। ঘরে সর্দি-কাশি জ্বর থাকলেও তারা এটিকে স্বাভাবিক জ্বর মনে করে নমুনা পরীক্ষা করতে আগ্রহী হচ্ছেন না। এ জন্য জেলায় করোনা আক্রান্ত ও মৃতের হার বেড়েই চলছে।’