বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অ্যাস্ট্রাজেনেকার টিকা আসছে আগস্টে

  •    
  • ৩ জুলাই, ২০২১ ০১:১০

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘যুক্তরাষ্ট্র আমাদের আগস্ট মাস থেকে অ্যাস্ট্রাজেনেকা টিকা পাওয়ার ইঙ্গিত পেয়েছি। আমরা আশা করি সময় মতো টিকা পেয়ে যাব। যারা সেকেন্ড ডোজের অপেক্ষায় আছে তারা আবার টিকা নিতে পারবে। দ্বিতীয় ডোজ যাদের আটকে আছে তাদের জন্য যুক্তরাষ্ট্র এই টিকা দিবে।’

চুক্তি অনুযায়ী ভারত থেকে অ্যাস্ট্রাজেনেকার টিকা না পাওয়া গেলেও যুক্তরাষ্ট্র থেকে আগস্টে ১৫ লাখ টিকা আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় ডোজ যারা পাননি তাদের এই টিকা দেয়া হবে।

শুক্রবার রাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা মর্ডানার টিকা গ্রহণের পর এক সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘যুক্তরাষ্ট্র আমাদের আগস্ট মাস থেকে অ্যাস্ট্রাজেনেকার টিকা পাওয়ার ইঙ্গিত পেয়েছি। আমরা আশা করি সময় মতো টিকা পেয়ে যাব। যারা সেকেন্ড ডোজের অপেক্ষায় আছে তারা আবার টিকা নিতে পারবে। দ্বিতীয় ডোজ যাদের আটকে আছে তাদের জন্য যুক্তরাষ্ট্র এই টিকা দিবে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র থেকে সিরামের টিকা আগস্টের মধ্যে আসবে তবে কত তারিখে এবং কী পরিমাণ আসবে এ বিষয়ে এখন কিছু বলা যাচ্ছে না। আমরা যুক্তরাষ্ট্র থেকে টিকা পাওয়ার ইঙ্গিত পেয়েছি। যুক্তরাষ্ট্রে বসবাস করা বাংলাদেশি নাগরিকরা ভ্যাকসিন পেতে সহযোগিতা করেছে।

‘যুক্তরাষ্ট্র আমাদের ক্রিটিক্যাল টাইমে টিকা দিয়ে সহযোগিতা করেছে। কেনা টিকাও আসতে শুরু করেছে।’

টিকার দ্বিতীয় ডোজ নিলে ঝুঁকি কম জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘টিকা দিলে করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুবই কম। এমনকি আক্রান্ত হয়েও ঝুঁকি অনেক কম। গবেষণার মাধ্যমে এর প্রমাণ পেয়েছি। বিদেশে এ বিষয়ে গবেষণা হয়েছে। এমনকি আমাদের দেশেও গবেষণার প্রমাণ মিলেছে।’

শুক্রবার রাতে কোভ্যাক্সের মাধ্যমে পাওয়া মর্ডানার ১২ লাখ ও চীন থেকে কেনা সিনোফার্মের ১০ লাখ টিকা দেশে এসেছে।

শনিবার সকালে কোভ্যাক্সের আরও ১৩ লাখ ও চীন থেকে কেনা ১০ লাখ টিকা আসবে। এই দুই দিনে ৪৫ লাখ টিকা পাচ্ছে বাংলাদেশ।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এই টিকা দিয়ে আমাদের টিকা কার্যক্রমে গতি ফিরবে। এ বছরের মধ্যেই ১০ কোটি ডোজ টিকা দেশে আসবে। জনসন এন্ড জনসনের থেকে সাত কোটি টিকা আসার কথা রয়েছে। সেই টিকা আগামী বছরের মাঝামাঝিতে আসবে। সেটি হব এক ডোজের, যা যুক্তরাষ্ট্র আমাদেরকে দিচ্ছে।’

জাহিদ মালেক বলেন, ‘যুক্তরাষ্ট্র আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সহযোগিতা করেছে। করোনার মধ্যেও তারা অনেক সাহায্য সহযোগিতা করেছেন। আমরা আশা করি আগামীতেও বন্ধুরাষ্ট্রের মতো তারা আমাদের সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন।

‘সাধারণত আমরা বিমানবন্দরে আসি মানুষকে রিসিভ করার জন্য। আজ আমরা এসেছি টিকা গ্রহণ করার জন্য। এটা আমাদের জন্য আনন্দের।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘লকডাউনে সকলের ক্ষতি হচ্ছে অনেকের ব্যবসা-বাণিজ্যের ক্ষতি হচ্ছে। আমরা চাই না এটা অব্যাহত রাখি। সকলের সহযোগিতায় স্বাস্থ্যবিধি মানার মাধ্যমে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনব।’

টিকা কেনার জন্য টাকার অভাব নেই জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘চলমান বাজেটে টিকা কেনার জন্য টাকার জন্য পর্যাপ্ত বরাদ্দ রাখা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিকা কেনার জন্য পর্যাপ্ত বরাদ্দ দিয়েছেন।’

এ বিভাগের আরো খবর