বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

টিকা না পেয়ে প্রবাসীদের বিক্ষোভ

  •    
  • ১ জুলাই, ২০২১ ১২:০৫

প্রবাসীদের অনেকে বলেন, তারা টিকা পেতে নিবন্ধন করেছেন। কিন্তু তাদের কাছে কোনো এসএমএস আসেনি। এ কারণে টিকা নিতে পারছেন না।

করোনাভাইরাস প্রতিরোধী টিকা না পেয়ে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে বিক্ষোভ করেছেন প্রবাসীরা।

গণটিকাদান ফের শুরুর দিন বৃহস্পতিবার সকালে হাসপাতালটিতে তাদের মিছিল করতে দেখা যায়।

করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে দেশজুড়ে চলা এক সপ্তাহের শাটডাউনের মধ্যে সকাল থেকে শুরু হয় গণটিকাদান।

প্রবাসীদের অনেকে বলেন, তারা টিকা পেতে নিবন্ধন করেছেন। কিন্তু তাদের কাছে কোনো এসএমএস আসেনি। এ কারণে টিকা নিতে পারছেন না।

বিএমইটি স্মার্টকার্ড, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র থাকা সত্ত্বেও টিকা না পাওয়ায় বেলা ১১টার দিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে বিক্ষোভ করেন তারা।

ওই সময় প্রবাসীকল্যাণ মন্ত্রী ইমরান আহমদ কুর্মিটোলা হাসপাতালে বিদেশ গমনেচ্ছু কর্মীদের টিকা দেয়া পরিদর্শনে এলে তোপের মুখে পড়েন। পরে বুঝিয়ে প্রবাসীদের শান্ত করা হয়।

কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকা নিতে আসা আটকে পড়া প্রবাসীদের অনেকের অভিযোগ, একটি নির্দিষ্ট রিক্রুটিং এজেন্সির নতুন কর্মীকে টিকার অনুমতি দিলেও তারা টিকা পাচ্ছেন না।

এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, ‘কিছু কর্মীর মাধ্যমে আজ প্রবাসীদের ভ্যাকসিন দেয়া শুরু হয়েছে। এখনও সকল প্রবাসীর ভ্যাকসিন পাওয়ার প্রক্রিয়া চূড়ান্ত হয়নি।’

প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শহিদুল আলম বলেন, অভিবাসী কর্মীদের নানা ধরনের সমস্যা দেখা দিয়েছে। এগুলো আগামী সোমবারের মধ্যে সমাধান হবে। তারা সুরক্ষা অ্যাপের মাধ্যমেই নিবন্ধন করতে পারবে।

তিনি বলেন, নিবন্ধনের জন্য শনিবার নয়টা থেকে সারা দেশে ৫৪টি কেন্দ্রে কাগজপত্র সংগ্রহ করা হবে। যেসব প্রবাসীর এনআইডি নেই, তাদের পাসপোর্ট দিয়ে নিবন্ধন করা হবে। যারা চলতি বছরের পয়লা জানুযারি থেকে বিএমইটি নিবন্ধন করেছেন, তাদের নতুন করে নিবন্ধন করা লাগবে না।

স্বাস্থ্য অধিদপ্তরের ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক নিউজবাংলাকে বলেন, কর্মীরা ফাইজারের টিকা নিতে চাইলে নিবন্ধনের সময়ই তা উল্লেখ করতে হবে। ৭টা কেন্দ্রে আগামী মঙ্গলবার থেকে নিবন্ধিত প্রবাসীরা ফাইজার টিকা নিতে পারবেন।

বিক্ষোভের পরিপ্রেক্ষিতে প্রবাসীকল্যাণ সচিব আহমেদ মনিরুছ সালেহীন প্রবাসীদের উদ্দেশে বলেন, অ্যাপের মাধ্যমে প্রবাসীরা টিকা পেতে নিবন্ধন করতে পারবেন।

তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী ও আমাদের মন্ত্রী মহোদয়ের কমিটমেন্ট অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়ার যে ব্যবস্থা নিয়েছি, সে ব্যবস্থার ছোট্ট একটা প্রতীকী উদ্বোধন হলো আজকে। এটা আমরা ৫-৭ জনকে দিয়ে করতে চেয়েছিলাম।

‘...আপনাদের আমরা বোঝাতে চাই যে, আমরা আপনাদের সঙ্গে আছি। এই মন্ত্রণালয় আপনাদের জন্য কাজ করছে এবং কাজ করার জন্য টিকার এই সংকটের মধ্যেও এই উদ্যোগ নিয়েছি।’

নিবন্ধন করেও টিকা পাননি বলে জানিয়েছেন অনেক প্রবাসী। ছবি: নিউজবাংলা

সচিবের কথা বলার মধ্যেই হট্টগোল শুরু হলে তিনি সবাইকে থামতে বলেন।

তিনি বলেন, ‘প্লিজ আপনারা থামেন। আমরা কেউ আপনাদের চেয়ে কম প্যানিকড (আতঙ্কগ্রস্ত) না। আপনারা সকলেই আমাদের সম্পদ। এই জিনিসটা শুধু আমরা মুখে বলি না, করিও।’

প্রবাসীদের আশ্বাস দিয়ে সচিব বলেন, ‘ঘটনা হচ্ছে যে, মাত্র চারটা সেকশনকে উদ্বোধন করা হয়েছে করোনার মধ্যে। একটা হচ্ছে পুলিশ, মেডিক্যাল ছাত্র, আর তৃতীয়টি হচ্ছেন আপনারা। এটা করা হয়েছে শুধু আমাদের উদ্যোগে। আগামী সোমবার থেকে আপনারা সবাই অ্যাপে রেজিস্ট্রেশন করতে পারবেন।

‘আপনি যে অ্যাপে রেজিস্ট্রেশন করবেন, এটা কীভাবে করবেন? এটা কীভাবে বোঝা যাবে, যখন আপনার নামটি আমি সিস্টেমের মাধ্যমে ওইখানে পাঠাব। আমি আপনার নাম এখন লিখে নিলাম, হাতে হাতে এটা পৌঁছে দিলাম, এটা হবে না।’

এ বিভাগের আরো খবর