বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ধানমন্ডিতে আইসিডিডিআরবি'র নমুনা সংগ্রহ কেন্দ্র চালু

  •    
  • ৩০ জুন, ২০২১ ০০:৩৯

উদ্বোধনী অনুষ্ঠানে আইসিডিডিআরবির নির্বাহী পরিচালক ড. তাহমিদ আহমেদ সঠিক রোগ নির্ণয়, যার ওপর রোগী ও চিকিৎসক উভয়ই নির্ভর করতে পারেন সে বিষয়ে আলোচনা করেন। এক্ষেত্রে দেশে বিদ্যমান সমস্যা মোকাবিলায় আইসিডিডিআরবির ভূমিকাও তুলে ধরেন তিনি।

রাজধানীর ধানমন্ডিতে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি) এর ডায়াগনস্টিক ল্যাবরেটরির অধীনে একটি নমুনা সংগ্রহ কেন্দ্র খোলা হয়েছে।

করোনা প্রতিরোধ বিষয়ক সকল নির্দেশনা মেনে ৭৫৪/বি সাতমসজিদ রোডে মঙ্গলবার কেন্দ্রটি উদ্বোধন করা হয়।

এটি বাংলাদেশের প্রথম আইএসও ১৫১৮৯ (গুণমান) এবং আইএসও ১৫১৯০ (সুরক্ষা) স্বীকৃত ল্যাব। তবে এখানে করোনাভাইরাসের নমুনা নেয়া হবে না।

উদ্বোধনী অনুষ্ঠানে আইসিডিডিআরবির নির্বাহী পরিচালক ড. তাহমিদ আহমেদ সঠিক রোগ নির্ণয়, যার ওপর রোগী ও চিকিৎসক উভয়ই নির্ভর করতে পারেন সে বিষয়ে আলোচনা করেন। এক্ষেত্রে দেশে বিদ্যমান সমস্যা মোকাবিলায় আইসিডিডিআরবির ভূমিকাও তুলে ধরেন তিনি।

আইসিডিডিআরবির ল্যাবরেটরি সায়েন্সেস অ্যান্ড সার্ভিসেস বিভাগের ভারপ্রাপ্ত সিনিয়র ডিরেক্টর ড. দীনেশ মন্ডল বলেন, ‘সবচেয়ে নির্ভরযোগ্য ডায়াগনস্টিক সেবা সরবরাহকারী হিসেবে আমাদের সেবাগুলো আরও বেশি মানুষের কাছে পৌঁছানো আমাদের দায়িত্ব।’

অনুষ্ঠানে জানানো হয়, আইসিডিডিআরবির ডায়াগনস্টিক সেবা থেকে অর্জিত সঞ্চয় প্রতি বছর আইসিডিডিআরবি’র ঢাকা ও মতলব হাসপাতালে দুই লাখেরও বেশি রোগীর বিনামূল্যে চিকিৎসা সেবায় প্রদান করা হয়।

ধানমন্ডি কেন্দ্রে সারা বছর প্রতিদিন সকাল ৭.৩০ থেকে রাত ৯.৩০ পর্যন্ত নানা রোগের নমুনা সংগ্রহ করা হবে।

এ বিভাগের আরো খবর