বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বরগুনায় ২৪ ঘণ্টার ব্যবধানে দ্বিগুণ আক্রান্ত

  •    
  • ২৯ জুন, ২০২১ ২২:৩৮

মঙ্গলবার দুপুরে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়, সোমবার ১১৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। প্রাপ্ত ফলাফলে ৩৮ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এর আগে সোমবার ১৯ জনের করোনা শনাক্ত হয়।

বরগুনায় ২৪ ঘণ্টায় ৩৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। মহামারি শুরুর পর মঙ্গলবার এই জেলায় সর্বোচ্চ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্যবিভাগ।

মঙ্গলবার দুপুরে জেলা স্বাস্থ্যবিভাগের এক বার্তায় এ তথ্য জানানো হয়। করোনা মহামারীর/// শুরু থেকে এখনো/// পর্যন্ত জেলায় এটি সর্বোচ্চ সংক্রমন/// এবং ২৪ ঘন্টার/// ব্যবধানে যা দ্বিগুন///।

মঙ্গলবার দুপুরে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়, সোমবার ১১৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। প্রাপ্ত ফলাফলে ৩৮ জন ব্যক্তির শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এর আগে সোমবার ১৯ জনের করোনা শনাক্ত হয়।

সিভিল সার্জন অফিসের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক খান সালামত উল্লাহ জানান, জুন মাসের শেষদিকে বরগুনায় করোনা শনাক্তের হার বাড়তে শুরু করে। সোমবার শনাক্ত হয়েছিলেন ১৯ জন, ২৪ ঘণ্টার ব্যবধানে সে সংখ্যা হয়েছে ৪৮।

সিভিল সার্জন মারিয়া হাসান বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে পাল্লা দিয়ে বরগুনায় প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি কঠোর হওয়ার বিকল্প নেই।

১৪ হাজার ৪৯৩ জনের নমুনা পরীক্ষায় এ পর্যন্ত জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৪৩৩ জনের। এর মধ্যে ১ হাজার ২৬৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। মারা গেছেন ৩৫ জন। বর্তমানে চিকিৎসাধীন ১৩৫ জন।

এ বিভাগের আরো খবর