বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভারতে জরুরি ব্যবহারের অনুমোদন পেল মডার্না

  •    
  • ২৯ জুন, ২০২১ ২১:৩৮

গত বছরের ৩০ নভেম্বর তৃতীয় পর্বের ট্রায়ালের তথ্য প্রকাশ্যে এনেছিল মডার্না, যেখানে ৯৪ দশমিক ১ শতাংশ কার্যকারিতার দাবি তুলেছিল ওই প্রতিষ্ঠান।

যুক্তরাষ্ট্রভিত্তিক ফার্মাসিউটিক্যাল ও জৈবপ্রযুক্তি প্রতিষ্ঠান মডার্না উদ্ভাবিত করোনাভাইরাস প্রতিরোধী টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ভারত।

এই টিকা আমদানির জন্য দেশটির ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার (ডিসিজিআই) অনুমোদন চেয়েছিল ওষুধ সংস্থা সিপলা।

মঙ্গলবার তাদের সেই আবেদনে ডিসিজিআই সাড়া দিয়েছে বলে জানিয়েছেন নীতি আয়োগের সদস্য ড. ভি কে পাল।

তবে মডার্নার টিকা আপাতত জনসাধারণকে দেয়া হবে না। নির্দিষ্ট কিছু ক্ষেত্রে প্রাথমিকভাবে মডার্নার টিকা দেয়া হবে।

গত বছরের ৩০ নভেম্বর তৃতীয় পর্বের ট্রায়ালের তথ্য প্রকাশ্যে এনেছিল মডার্না, যেখানে ৯৪ দশমিক ১ শতাংশ কার্যকারিতার দাবি তুলেছিল ওই প্রতিষ্ঠান।

গত বছরের ১৯ ডিসেম্বর মডার্নাকে প্রথম আপৎকালীন অনুমোদন দেয় যুক্তরাষ্ট্র। কানাডা অনুমোদন দেয় ২৩ ডিসেম্বর। এরপর অনুমোদন দেয় ইউরোপীয় ইউনিয়ন।

বিদেশ থেকে আসা টিকার ক্ষেত্রে সাধারণত ভারতে নতুন করে ট্রায়ালের ব্যবস্থা করা হয়।

তবে সিপলা তাদের আবেদনে জানিয়েছিল, ওই ট্রায়ালের সরকারি সিদ্ধান্ত এ ক্ষেত্রে যেন কার্যকর না হয়।

এরই মধ্যে যুক্তরাষ্ট্রে ট্রায়াল শেষ করেছে মডার্না।

প্রথম ১০০ জন টিকাপ্রাপ্তকে নিয়ে একটি প্রতিবেদনও পেশ করে সিপলা। মডার্না একটি ‘এমআরএনএ’ টিকা, যা করোনার ডেল্টা ধরনের ওপর অধিক কার্যকর বলে দাবি বিশেষজ্ঞদের।

তবে ভি কে পাল জানান, এই টিকা নিয়ে সিপলার সঙ্গে এখন পর্যন্ত কোনো বাণিজ্যিক চুক্তি হয়নি।

দান হিসেবে ওই টিকা ভারতে পাঠাচ্ছে মডার্না। এ ক্ষেত্রে সিপলা শুধু মাধ্যম হিসেবে কাজ করবে।

তবে মডার্নার ক্ষেত্রে কেন আগে ট্রায়াল করা হচ্ছে না, তারও ব্যাখ্যা দিয়েছেন ভি কে পাল।

তিনি জানান, টিকা আমদানি করার ক্ষেত্রে নীতিতে বদল এনেছে কেন্দ্রীয় সরকার।

যুক্তরাষ্ট্রের খাদ্য ও ঔষধ প্রশাসন (এফডিএ), ইউরোপিয়ান এজেন্সি, জাপান ফার্মাসিউটিক্যাল এজেন্সি, ইউকে মেডিসিন অ্যান্ড হেল্থকেয়ার প্রোডাক্ট রেগুলেটরি এজেন্সি বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা- এসব সংস্থার মধ্যে যেকোনো চারটি সংস্থার অনুমোদন থাকলে ভারতে সেই টিকা ব্যবহারের অনুমতি দিচ্ছে কেন্দ্র।

এ ক্ষেত্রে নতুন কোনো ট্রায়ালের প্রয়োজন নেই। দুটি ডোজে দেয়া হবে এই টিকা।

এখন পর্যন্ত ভারতীয়দের তিনটি টিকা দেয়া হচ্ছে- কোভ্যাক্সিন, কোভিশিল্ড ও স্পুৎনিক-ভি।

এ বিভাগের আরো খবর