গত ২৪ ঘন্টায় কুমিল্লায় ১৭৫ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৩১দশমিক এক ভাগ।
এ সময়ে মৃত্যু হয়েছে ৩ জনের।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ১৭৫ জন আক্রান্তের মধ্যে ১০৩ জন সিটি করপোরেশনের বাসিন্দা। বাকিদের মধ্যে সদর উপজেলার ৯ জন, সদর দক্ষিণ উপজেলার ৩, বুড়িচংয়ের ৪, ব্রাহ্মণপাড়ার ৫, চান্দিনার ৬, চৌদ্দগ্রামের ৫, দেবিদ্বারের ১১, লাকসামের ৩, লালমাইয়ের ১, নাঙ্গলকোটের ১, বরুড়ায় ১০, মনোহরগঞ্জে ২, মুরাদনগরের ১, তিতাসে ২ ও হোমনা উপজেলার ৪ জন শনাক্ত হয়েছেন।
কুমিল্লা জেলায় এখন পর্যন্ত ১৪ হাজার ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ১১ হাজার ৬৫০ জন। মারা গেছেন ৪৭৩ জন।
কুমিল্লায় জুন থেকে করোনা আক্রান্ত বাড়ছে উল্লেখ করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক মহিউদ্দিন জানান, এখনও সময় আছে সচেতন হলে করোনা নিয়ন্ত্রণ সম্ভব। এখন যে পরিমাণ যন্ত্রপাতি ও লোকবল আছে তা দিয়ে সেবা দেয়াও সম্ভব হবে। তবে আমরা যদি উদাসীন থাকি তাহলে আক্রান্ত নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। পাশাপাশি রোগীদের সেবা দিতে আমাদের হিমশিম খেতে হবে।
জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি সাধারণ মানুষজনকে সচেতন করতে জেলা পুলিশের সদস্যরা কাজ করে যাচ্ছে।
কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান জানান,মানুষকে সচেতন করতে জেলা প্রশাসন থেকে প্রতিদিনই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে, বিতরণ হচ্ছে মাস্ক। আমরা সব কিছু খোঁজ খবর রাখছি। এখন করোনা প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই।