বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ফিল্ড হাসপাতাল তৈরির পরামর্শ বিএসএমএমইউ উপাচার্যের

  •    
  • ২৬ জুন, ২০২১ ১৮:০১

উপাচার্য ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের করোনা ইউনিটের প্রায় সব বেডেই করোনাভাইরাসে আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন। এ অবস্থায় ফিল্ড হাসপাতাল তৈরির যাবতীয় প্রস্তুতি নিয়ে রাখতে হবে।’

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য ফিল্ড হাসপাতাল তৈরির পরামর্শ দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ।

শনিবার বিশ্ববিদ্যালয়ের ‘পাবলিক প্রকিউরমেন্ট আইন বিধিমালা’ শীর্ষক একটি কর্মশালায় যোগ দেয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ পরামর্শ দেন।

উপাচার্য ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘সাধারণ শয্যা সংখ্যা, আইসিইউ বেড বাড়ানোর পরেও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের করোনা ইউনিটের প্রায় সব বেডেই করোনাভাইরাসে আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন। এ অবস্থায় ফিল্ড হাসপাতাল তৈরির যাবতীয় প্রস্তুতি নিয়ে রাখতে হবে। অন্যান্য হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা প্রদানের জন্য শয্যা সংখ্যা বাড়াতে হবে।’

সাধারণ মানুষের উদ্দেশ্যে ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘জরুরি প্রয়োজন ছাড়া কমপক্ষে দুই সপ্তাহ ঘরের বাইরে একেবারেই বের হওয়া উচিত হবে না। ঘরবন্দি থাকাই সর্বোত্তম পন্থা। বিশেষ জরুরি প্রয়োজনে ঘরের বাইরে বের হলে অবশ্যই পরিস্কার-পরিচ্ছন্ন মাস্ক ব্যবহার করতে হবে। হ্যান্ড স্যানিটাইজার ও হাত ধোয়াসহ সকল ধরণের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।’

কর্মশালায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন।

রিসার্চ পারসন হিসেবে বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিচালক মো. আজিজ তাহের খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, উপউপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান।

কর্মশালায় কেন্দ্রীয় ক্রয় কমিটিসহ সংশ্লিষ্ট বিভিন্ন কমিটির সদস্যরাও অংশ নেন।

এ বিভাগের আরো খবর