রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে এক দিনে আরও ১৭ জনের মৃত হয়েছে।
শুক্রবার সকাল থেকে শনিবার সকালের মধ্যে তাদের মৃত্যু হয়।
এর আগে ২৪ জুন হাসপাতালটিতে এক দিনে ১৮ জনের মৃত্যু হয়। যা এখন পর্যন্ত এই হাসপাতালে সর্বোচ্চ মৃত্যু।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃত ১৭ জনের মধ্যে ৮ জন করোনা পজেটিভ ছিলেন। বাকিরা মারা গেছেন উপসর্গ নিয়ে। মৃতদের মধ্যে ৯ জন নারী ও ৮ জন পুরুষ।
এ নিয়ে চলতি মাসের ২৬ দিনে (১ জুন থেকে ২৬ জুন) হাসপাতালটির করোনা ইউনিটে মারা গেছেন ২৯৪ জন। শনাক্ত হওয়ার পর মারা গেছে ১৪৬ জন; বাকিরা উপসর্গ নিয়ে।
এদিকে শুক্রবার রাজশাহী মেডিক্যাল কলেজ ল্যাব ও রাজশাহী মেডিক্যাল হাসপাতাল ল্যাবে ৫০১ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা পজেটিভ এসেছে ১৬২ জনের।
রাজশাহীর ৪২৯ নমুনা পরীক্ষা করে ১৪৮ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।
চাঁপাইনবাবগঞ্জের ৭২ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ১৪ জনের।
রামেক হাসপাতাল পরিচালক আরও জানান, মৃতদের মধ্যে ৯ জনের বাড়ি রাজশাহীতে, চাঁপাইনবাবগঞ্জের ৪, নওগাঁ ও নাটোরের ২ জনে করে।
বয়স বিশ্লেষনে দেখা গেছে, মৃত ১৭ জনের মধ্যে ৫ জন ষাটোর্ধ্ব । পঞ্চাশোর্ধ রয়েছেন ৩ জন। চল্লিশোর্ধ ৬, ত্রিশোর্ধ ২ ও বিশোর্ধ ১ জন।
হাসপাতালের প্রতিবেদনে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় এখানে নতুন রোগী ভর্তি হয়েছেন ৫২ জন। এ সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৪ জন। শনিবার করোনায় ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন ৪৩১ জন। গতকাল এ সংখ্যা ছিল ৪২৩জন।