রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের (রামেক) করোনা ইউনিটে এক দিনে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩ জন নারী ও ১০ জন পুরুষ।
সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানিয়েছেন, মৃত ১৩ জনের মধ্যে ৫ জনের করোনা পজিটিভ ছিল। বাকি ৮ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন।
তিনি আরও জানান, মৃত ব্যক্তির মধ্যে ১২ জনের বাড়িই রাজশাহীতে আর ১ জন নাটোরের। অধিকাংশরই বয়স ৬১ বছরের ওপর।
সোমবারও হাসপাতালটিতে ১৩ জনের মৃত্যু হয়। এ নিয়ে চলতি মাসে এখন পর্যন্ত এই হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ২২৯ জন। এর মধ্যে শনাক্ত হওয়ার পর মারা গেছেন ১১৭ জন। বাকিরা মারা যান উপসর্গ নিয়ে।
বয়স বিশ্লেষণে দেখা গেছে, মৃত ১৩ জনের মধ্যে ৯ জনের বয়সই ৬১ বছরের ওপরে। এর মধ্যে ৭ জন পুরুষ এবং ২ জন নারী। এ ছাড়া ৩১ থেকে ৪০ বছরের মধ্যে মারা গেছেন ১ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজন মারা গেছেন।
এদিকে হাসপাতালের প্রতিবেদনে দেখা যায়, রামেক হাসপাতালের করোনা ইউনিটে রোগী ভর্তি সামান্য কমেছে। গত ২৪ ঘণ্টায় এখানে নতুন রোগী ভর্তি হয়েছেন ৫৬ জন। আগের ২৪ ঘণ্টায় এ সংখ্যা ছিল ৬২ জন। সোমবার সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬১ জন।
সোমবার রাজশাহী মেডিক্যাল কলেজ ও রামেক হাসপাতাল ল্যাবে ৪৪৬ জনের নমুনা পরীক্ষা করে ১৫২ জনের করোনা শনাক্ত হয়েছে।