খুলনায় তিন হাসপাতালে এক দিনে করোনায় ১০ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় অর্থাৎ রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়।
এর মধ্যে করোনায় ৯ জন ও উপসর্গে ১ জন মারা যান।
মৃত ১০ জনের মধ্যে ৬ জনেরই বাড়ি খুলনা। বাকি ৩ জন যশোর ও ১ জন বাগেরহাটের।
সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছে সংশ্লিষ্ট হাসপাতালগুলোর কর্তৃপক্ষ।
খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সুহাস রঞ্জন হালদার জানান, ১৩০ শয্যার করোনা হাসপাতালে সকাল ৮টা পর্যন্ত ১৬১ জন রোগী ভর্তি ছিলেন। যার মধ্যে রেড জোনে ১০২ জন, ইয়ালো জোনে ২০ জন, এইচডিইউতে ১৯ জন ও আইসিইউতে ২০ জন।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৩২ জন। মারা গেছেন ৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৩ জন।
২৫০ জেনারেল হাসপাতালে মুখপাত্র ডা. রাশেদ জানান, ৭০ শয্যার করোনা হাসপাতালে করোনায় ১ জন মারা গেছেন। ভর্তি রয়েছেন ১৪ জন।
বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতাল কর্তৃপক্ষের গাজী মিজানুর রহমান জানান, এই হাসপাতালে করোনায় ৪ জন মারা গেছেন। সোমবার সকাল পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৭৪ জন।
যার মধ্যে আইসিইউতে ৪, এইচডিইউতে ৫ জন রয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ জন।
খুলনা করোনা হাসপাতালের সমন্বয়ক মেহেদি নেওয়াজ জানান, ২৪ ঘণ্টায় খুলনায় ৬৬৩ জনের নমুনা পরীক্ষায় ১৯৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।