মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন স্বাস্থ্যসেবা বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা।
স্বাস্থ্যসচিব লোকমান হোসেন মিয়ার বাবা আলহাজ মোজাম্মেল হোসেন সোমবার ভোররাতে ইন্তেকাল করেছেন। তার বয়স হয়েছিল ৯২ বছর।
বার্ধক্যজনিত শারীরিক জটিলতায় তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান জানান, মোজাম্মেল হোসেন সোমবার ভোররাত সাড়ে চারটার দিকে মারা গেছেন। তিনি ঢাকার হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন স্বাস্থ্যসেবা বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা।