রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে এক দিনে ১৩ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৯ জন নারী; ৪ জন পুরুষ।
রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃত ব্যক্তিদের মধ্যে ৬ জন করোনা পজিটিভ ছিলেন। বাকি ৭ জন মারা যান উপসর্গ নিয়ে। তবে এদের মধ্যে ১ জন করোনা নেগেটিভও হয়েছিলেন।
এ নিয়ে চলতি মাসে ২১ দিনে হাসপাতালটির করোনা ইউনিটে মারা গেছেন ২১৬ জন।
এর মধ্যে শনাক্ত হওয়ার পর মারা গেছেন ১১২ জন। উপসর্গ নিয়ে মারা গেছেন ১০৪ জন।
রামেক হাসপাতালের প্রতিবেদনে জানা যায়, মৃত ব্যক্তিদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ৬ জন, রাজশাহী ও নাটোরের ৩ জন করে এবং নওগাঁর ১ জন।
এদিকে, রামেক হাসপাতালের করোনা ইউনিটে রোগী ভর্তিও বেড়েছে।
হাসপাতাল পরিচালক জানান, গত ২৪ ঘণ্টা এখানে নতুন রোগী ভর্তি হয়েছেন ৬২ জন। আগের ২৪ ঘণ্টায় এ সংখ্যা ছিল ৫৪ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৪ জন। আগের দিন এ সংখ্যা ছিল ৩৮ জন। রোববার সকালে করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগী ছিলেন ৩৭৭ জন। সোমবার সকালে সেটি বেড়ে হয়েছে ৪০২ জন।
রোববার রাজশাহী মেডিক্যাল কলেজ ও রামেক হাসপাতাল ল্যাবে ৫৫৬ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা পজিটিভ ২৪৫ জনের।
রাজশাহীর ৪৭৭ জনের নমুনা পরীক্ষা করে ২০৬ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। চাঁপাইনবাবগঞ্জে ৭৮ জনের নমুনা পরীক্ষা করে ৩৮ জনের পজিটিভ এসেছে। এ ছাড়াও নাটোরে ১ জনের নমুনা পরীক্ষা করে পজিটিভ এসেছে।