রাজবাড়ীতে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় সদর, পাংশা ও গোয়ালন্দ পৌরসভায় সাত দিনের লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে জেলা করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটি।
সোমবার রাত ১২টা থেকে এই তিন পৌরসভায় লকডাউন কার্যকর হবে।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় রোববার বিকেলে এ সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় জেলা প্রশাসক দিলসাদ বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী।
উপস্থিত ছিলেন, পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, সিভিল সার্জন মোহাম্মদ ইব্রাহিম টিটোন, সদর উপজেলা চেয়ারম্যান ইমদাদুল হক বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমি মো.সায়েফ।
লকডাউনের সময় কোনো প্রকার যানবাহন তিন পৌর এলাকায় প্রবেশ বা বাইরে যেতে পারবে না। তবে জরুরি সেবাদানকারী যান এর আওতামুক্ত থাকবে।
কাঁচাবাজার ও নিত্যপণ্যের দোকানপাট কঠোর বিধিনিষেধ মেনে সকাল ৬টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। আর রেস্টুরেন্টগুলো সকাল ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখা যাবে। তবে এই সময়ে কেবল খাবার কিনে বাড়ি নিয়ে যেতে পারবেন।