বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

খুলনা বিভাগে এক দিনে মৃত্যু বাড়ল ২৭ শতাংশ

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২০ জুন, ২০২১ ১৫:৩২

বিভাগীয় স্বাস্থ্য দপ্তর থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় ৭, চুয়াডাঙ্গায় ৫, যশোর ও ঝিনাইদহে ৪, খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরায় ২ এবং নড়াইল ও মাগুরায় ১ জন করে মারা গেছেন।

খুলনা বিভাগে এক দিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর হার বেড়েছে ২৭ শতাংশ। শনিবার ২২ জনের মৃত্যু হলেও রোববার এই সংখ্যা ২৮। এর মধ্যে আজও কুষ্টিয়ায় সর্বোচ্চ ৭ জনের মৃত্যু হয়েছে।

সেই সঙ্গে বিভাগে ৭৬৩ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। সুস্থ হয়েছেন আরও ১৯৪ জন।

রোববার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেন।

বিভাগীয় স্বাস্থ্য দপ্তর থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় ৭, চুয়াডাঙ্গায় ৫, যশোর ও ঝিনাইদহে ৪, খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরায় ২ এবং নড়াইল ও মাগুরায় ১ জন করে মারা গেছেন।

শনিবার (১৯ জুন) বিভাগে সর্বোচ্চ ২২ জনের মৃত্যু হয়। আর বৃহস্পতিবার (১৭ জুন) ১৮ জনের মৃত্যু হয়। তবে শুক্রবার (১৮ জুন) বিভাগে ৮ জনের মৃত্যু হয়েছিল।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় ২০২০ সালের ১৯ মার্চ।

করোনা সংক্রমণের শুরু থেকে রোববার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৪৫ হাজার ৩২ জন। আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮২৫-এ। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৪ হাজার ৩২০ জন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের জেলাভিত্তিক করোনাসংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, খুলনায় ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ২২৩ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১২ হাজার ৮২১ জনের দেহে। মারা গেছে ২০৮ জন। সুস্থ হয়েছে ৯ হাজার ৯৯২ জন।

বাগেরহাটে নতুন করে করোনা শনাক্তের সংখ্যা ৬৮। এর মাধ্যমে করোনা শনাক্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৫৫০ জনে।

জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৫ জন। সুস্থ হয়েছে ১ হাজার ৭৫৪ জন।

সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয় ১৪ জনের দেহে। এ নিয়ে জেলায় করোনা শনাক্তের সংখ্যা ২ হাজার ৮৬৬। তাদের মধ্যে মারা গেছে ৬২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ হাজার ৯৭৬ জন।

যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৭৩ জনের দেহে। মোট শনাক্তের সংখ্যা ৯ হাজার ৪৮০।

জেলায় মৃত্যু হয়েছে ১০৮ জনের। সুস্থ হয়েছে ৬ হাজার ৭৪৮।

২৪ ঘণ্টায় নড়াইলে নতুন করে শনাক্ত হয়েছে ৪৪ জন। মোট করোনা শনাক্তের সংখ্যা ২ হাজার ২৭২। এর মধ্যে ৩১ জনের মৃত্যু হয়েছে। জেলায় সুস্থ হয়েছেন ১ হাজার ৮৪৭ জন।

মাগুরায় নতুন কোনো রোগী শনাক্ত হয়নি। এ নিয়ে মোট রোগী ১ হাজার ৩৮৫।

এর মধ্যে মৃত্যু হয়েছে ২৫ জনের। জেলায় সুস্থ হয়েছে ১ হাজার ২২০ জন।

ঝিনাইদহে ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৯০ জনের দেহে। মোট করোনা শনাক্তের সংখ্যা ৩ হাজার ৩৯৬। এর মধ্যে মৃত্যু হয়েছে ৬৬ জনের। সুস্থ হয় ২ হাজার ৮৮২ জন।

কুষ্টিয়ায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৬৪ জনের। জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৬ হাজার ৩৩৮ জনের।

জেলায় মৃত্যু হয়েছে ১৫৪ জনের। সুস্থ হয়েছে ৫ হাজার ৮ জন।

চুয়াডাঙ্গায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৬৮ জনের দেহে। এ নিয়ে জেলায় করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৫৯১ জনের।

জেলায় মৃত্যু হয়েছে ৭৩ জনের; সুস্থ হয়েছে ১ হাজার ৯৩৮ জন।

মেহেরপুরে নতুন করে শনাক্ত হয়েছে ১৯ জন। মোট শনাক্ত হয়েছে ১ হাজার ৩৩৩ জন।

জেলায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৩ জন, সুস্থ হয়েছেন ৯৫৫ জন।

এ বিভাগের আরো খবর