করোনাভাইরাস প্রতিরোধী চীনের প্রতিষ্ঠান সিনোফার্মের পাঠানো টিকাদানের প্রথম দিনে চট্টগ্রাম মেডিক্যাল কলেজের ১৯৬ শিক্ষার্থীকে টিকা দেয়া হয়েছে।
শনিবার সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত চট্টগ্রাম মেডিক্যাল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের টিউটোরিয়াল কক্ষে চলে টিকাদান কার্যক্রম। নিউজবাংলাকে এ তথ্য জানান শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচির ফোকাল পার্সন ও কলেজের চর্ম বিভাগের সহকারী অধ্যাপক অজয় কুমার ঘোষ।
তিনি জানান, এদিন এমবিবিএস পঞ্চম বর্ষ, বিডিএস তৃতীয় ও চতুর্থ বর্ষের ১৯৬ শিক্ষার্থীকে টিকা দেয়া হয়েছে।
অজয় কুমার ঘোষ বলেন, ‘সিনোফার্মের টিকাদান কর্মসূচি শুরুর দিন শনিবার আমাদের কলেজের ১৯৬ জন শিক্ষার্থীকে টিকা দেয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমরা আপাতত ৩০ তারিখ পর্যন্ত চট্টগ্রামের পাবলিক ও প্রাইভেট মেডিক্যাল কলেজে প্রায় ৪ হাজার শিক্ষার্থীকে টিকা দেয়ার তালিকা প্রস্তুত করেছি। তাছাড়া চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা টিকা দেয়ার নির্ধারিত বুথে টিকা না দিয়ে আমরা আপাতত মাইক্রোবায়োলজি বিভাগের টিউটোরিয়াল কক্ষে শিক্ষার্থীদের করোনা টিকা দিচ্ছি।’
প্রথমদিন টিকা গ্রহণকারী মেডিক্যাল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী মোস্তফা আরাফাত ইসলাম বলেন, ‘আমাদের আগে রেজিস্ট্রেশন করতে হয়নি, আমাদের সমস্ত তথ্য যেহেতু জমা দেয়া আছে তাই আমরা সহজেই টিকা পেয়েছি।’
তিনি আরও বলেন, ‘আমাদের মধ্যে (পঞ্চম বর্ষ) যারা আগে টিকা নেয়নি, তাদের সবাইকে টিকা দেয়া হয়েছে। এক সপ্তাহ পর আমাদের ফাইন্যাল (চূড়ান্ত) পরীক্ষা, পরীক্ষা শেষে ইন্টার্ন। এখন টিকা নেয়ায় তখন কাজ করার সময় আর খুব একটা ভয় থাকবে না। চার সপ্তাহ পর টিকার দ্বিতীয় ডোজ দেয়ার কথাও রয়েছে।’