বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

করোনার টিকা, ৩২ বুথের মধ্যে চালু ২টি

  •    
  • ১৯ জুন, ২০২১ ১৯:১৪

‘চীনের তৈরি ‘সাইনোফার্ম কোভিড-১৯ নামের এই টিকা পটুয়াখালী জেলার জন্য ৮ হাজার ৪০০ ডোজ পাওয়া গেছে। চার বিভাগে টিকা দেয়া হচ্ছে। এই চার বিভাগে আছেন নার্স, মেডিক্যাল শিক্ষার্থী, বিদেশগামী ও বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীরা।’

পূর্ব ঘোষণা ছাড়া টিকা দেয়া বন্ধের ২০ দিনের মাথায় পটুয়াখালীতে আবারও শুরু হয়েছে টিকাদান।

পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে শনিবার বেলা ১০টার দিকে টিকাদান কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী।

তবে আগের মত ৩২টি বুথে নয় এবার শুধু মেডিক্যাল কলেজ হাসপাতালের ভেতর দুটি বুথে এ টিকাদান চলবে। আগেরবার কেবল পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৮টি বুথে টিকাদান দেয়া হয়েছিল।

সীমিত আকারে স্বাস্থ্য বিভাগ সংশ্লিষ্টদের এই টিকা দেয়া হবে বলে নিশ্চিত করেছেন সিভিল সার্জন মোহাম্মদ জাহাংগীর আলম শিপন।

তিনি বলেন, ‘চীনের তৈরি ‘সাইনোফার্ম কোভিড-১৯ নামের এই টিকা পটুয়াখালী জেলার জন্য ৮ হাজার ৪০০ ডোজ পাওয়া গেছে। চার বিভাগে টিকা দেয়া হচ্ছে। এই চার বিভাগে আছেন নার্স, মেডিক্যাল শিক্ষার্থী, বিদেশগামী ও বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীরা।

‘ইতোমধ্যে নিবন্ধন করা ১২০ জনকে টিকা দেয়া হয়েছে।’

২৮ মে পূর্ব ঘোষণা ছাড়া পটুয়াখালীতে করোনা টিকা প্রদান কার্যক্রম বন্ধ করে দেয় স্বাস্থ্যবিভাগ।

চলতি বছরের গত ৮ ফেব্রুয়ারি পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালের ৮টি বুথসহ জেলার আট উপজেলার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে মোট ৩২টি বুথে একযোগে করোনার টিকাদান কার্যক্রম শুরু করে জেলা স্বাস্থ্য বিভাগ।

জেলা সিভিল সার্জন অফিস জানিয়েছে, জেলায় এ পর্যন্ত টিকা গ্রহনের জন্য ৫৮ হাজার ৫৮২জন আবেদন করেছেন। তাদের মধ্যে ২৮ মে পর্যন্ত ১ম ডোজের টিকা নিয়েছেন ৪৫ হাজার ৫৩৭ জন।

জেলা সিভিল সার্জন মোহাম্মদ জাহাংগীর আলম শিপন জানান, ‘পটুয়াখালীতে যে পরিমাণ করোনা টিকা বরাদ্দ পাওয়া গেছে, তা শেষ হওয়ার কারণে টিকা দান কর্মসূচী বন্ধ ছিল।

‘প্রথমবার ৪৬ হাজার ডোজ থেকে ৪৫ হাজার ৫৩৭ ডোজ দেয়া হয়েছে। ৪৬৩ ডোজ সিস্টেম লস বা অপচয়। একটা ভায়াল থেকে ১০বার ইনজেকশন নিলে কিছু অপচয় হয়।

‘এরপর ২য় দফায় ৩১ হাজার ডোজ থেকে ৩০ হাজার ৮২৪ জন নিবন্ধনকারীকে দেয়া হয়। দুই ডোজ মিলিয়ে আমাদের সিস্টেম লস বা অপচয় ০.৮%।’

এ বিভাগের আরো খবর