বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জেলায় জেলায় সিনোফার্মের টিকাদান শুরু

  •    
  • ১৯ জুন, ২০২১ ১৬:৩৯

ময়মনসিংহের সিভিল সার্জন নজরুল ইসলাম বলেন, ‘ময়মনসিংহের জন্য চীনের সিনোফার্মের ৭৫ হাজার ৬০০ ডোজ টিকা এসেছে। মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের টিকা প্রদানের পর বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থী, বিদেশি নাগরিকদের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে এই টিকা দেয়া হবে।

ময়মনসিংহ, নওগাঁ, নীলফামারী ও নাটোরেও শনিবার থেকে শুরু হয়েছে করোনাভাইরাসের টিকাদান। সিনোফার্মের তৈরি টিকার ১১ লাখ ডোজ চীন সরকার উপহার দেয়। সেই টিকা দিয়েই এই কার্যক্রম শুরু হলো।

ময়মনসিংহ মেডিক্যাল কলেজের দুই থেকে আড়াই শ শিক্ষার্থীকে টিকা দেয়ার মধ্য দিয়ে শনিবার শুরু হয়েছে জেলায় টিকাদান।

সকাল সাড়ে ১০টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ গ্যালারিতে কর্মসূচির উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ ডাক্তার চিত্তরঞ্জন দেবনাথ।

ময়মনসিংহের সিভিল সার্জন নজরুল ইসলাম বলেন, ‘ময়মনসিংহের জন্য চীনের সিনোফার্মের ৭৫ হাজার ৬০০ ডোজ টিকা এসেছে। মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের টিকা প্রদানের পর বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থী, বিদেশি নাগরিকদের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে এই টিকা দেয়া হবে।

টিকা পাবেন জেলায় থাকা চীনা নাগরিক, ডেন্টাল ও নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী ও সম্মুখসারির কর্মীরা।

নওগাঁতেও শুরু হয়েছে সিনোফার্মের টিকাদান কর্মসূচি।

নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বেলা ১১টার দিকে নওগাঁ নার্সিং ট্রেনিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করা হয়।

নওগাঁর ডেপুটি সিভিল সার্জন মঞ্জুর-এ মোর্শেদ জানান, বুধবার জেলায় ১০ হাজার ৮০০ ডোজ টিকা পৌঁছায়। আজ থেকে টিকাগুলো অগ্রাধিকার ভিত্তিতে স্বাস্থ্যকর্মী, মেডিক্যাল, ম্যাটস, ডেন্টাল ও নার্সিং কলেজের শিক্ষার্থীরা পাবেন। প্রথম ডোজের চার সপ্তাহ পর দ্বিতীয় ডোজ পাবেন তারা।

দ্বিতীয় ডোজের টিকা গ্রহণের আগে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে সুরক্ষা ওয়েব পোর্টালে অ্যাপে নিবন্ধন করে নিতে হবে।

অনিয়ন্ত্রিত দীর্ঘমেয়াদি রোগ, যেমন: ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, স্ট্রোক, ঘা, অ্যাজমা, কিডনি রোগ, ডায়ালাইসিস নিচ্ছেন এমন ব্যক্তি, ক্যানসারে আক্রান্ত এবং স্বল্প রোগ প্রতিরোধক্ষমতার জনগোষ্ঠীর টিকা নেয়া থেকে বিরত থাকার আহ্বান জানান ডেপুটি সিভিল সার্জন।

নীলফামারীতেও শনিবার শুর হয়েছে করোনা ভাইরাস প্রতিরোধী সিনোফার্মের টিকা দেয়া। প্রথম দফায় মেডিক্যাল কলেজ ও নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের দেয়া হয়েছে এই টিকা।

এর আগে ১৬ জুন নীলফামারীতে ৯ হাজার ৬০০ ডোজ টিকা পৌঁছে। এই টিকা দেয়া হবে ৪ হাজার ৮০০ জনকে দেয়া যাবে।

নীলফামারী জেনারেল হাসপাতালের কোভিট-১৯ টিকাদান কেন্দ্রে এই টিকা দেয়া হয় সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত। প্রথম দিনে ৯২ জন টিকা নিয়েছেন। এর মধ্যে ৯ জন পুরুষ ৮৩ জন নারী।

জেলার সিভিল সার্জন জাহাঙ্গীর কবির জানান, চীনের এই টিকার সুযোগ পাবেন হাসপাতালের নার্স, নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী, মেডিক্যাল কলেজের শিক্ষার্থী ও অন্য শিক্ষার্থীরা।

প্রথম দফায় জেলায় ৭৬ হাজার ৭২৭ জকে প্রথম ডোজের কোভিশিল্ডে টিকা দেয়া হয়। আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ৫০ হাজার ২৭৩ জন। মজুত শেষ হওয়ায় ২৬ হাজার ৪৫৪ জন দ্বিতীয় ডোজ পাননি এখনও।

নাটোরে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সদর হাসপাতালে করোনার সিনোফার্মের টিকা দেয়া শুরু হয়েছে।

জেলার সিভিল সার্জন কাজী মিজানুর রহমান জানান, এই টিকা শুধু মেডিক্যাল শিক্ষার্থী, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ, সৎকার কাজে নিয়োজিত ব্যক্তি, ধাত্রী, চীনা নাগরিকসহ স্বল্প ক্যাটাগরির লোকজনকে দেয়া হবে।

জেলায় ৬ হাজার টিকা গেছে। যার অর্ধেক প্রথম ডোজ ও দ্বিতীয় ডোজ হিসেবে অর্ধেক দেয়া হবে।

এ বিভাগের আরো খবর