করোনা সংক্রমণ প্রতিরোধে জেলা প্রশাসন আরোপিত দ্বিতীয় দফা লকডাউনের শেষ দিনে আরও এক দফা এর মেয়াদ বাড়ানো হয়েছে। বৃহষ্পতিবার দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসেনর সম্মেলন কক্ষে আয়োজিত এক ভার্চুয়াল মিটিংয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়। তৃতীয় দফায় লক ডাউন বলবৎ থাকবে ২৪ জুন মধ্যরাত পর্যন্ত।
জেলা করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটির সভাপতি জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল মিটিংয়ে অংশ নেন সাতক্ষীরা-৩ আসনের সাংসদ সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী ডা. আ.ফ. ম রুহুল হক, তালা-কলারোয়া আসনের সাংসদ মুস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আল মাহমুদ, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।
এদিকে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালকে করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসেবে ঘোষণা দেয়া হয়েছে। বুধবার রাতে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক বিভাগের পরিচালক ফরিদ হোসেন মোল্লা স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. কুদরত ই খুদাকে অবহিত করা হয়।
গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে তিন জনের মৃত্যু হয়েছে। বুধবার রাত থেকে বৃহষ্পতিবার সকাল পর্যন্ত সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এ নিয়ে জেলায় আজ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৫৬ জন। উপসর্গ নিয়ে মারা গেছেন ২৫৪ জন।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ১৮৬ জনের নমুনা পরীক্ষা শেষে ৮৮ জন করোনা শনাক্ত হয়েছেন। যার আনুপাতিক হার প্রায় ৪৭ দশমিক ৩১ শতাংশ। এ নিয়ে জেলায় আজ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন মোট ২ হাজার ৬১১ জন। সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে ২০ জন, সদর হাসপাতালে পাঁচজন ও বিভিন্ন ক্লিনিকে করোনা আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন ১৩ জন। করোানা আক্রান্ত হয়ে সরকারি ও বেসরকারি হাসপাতাল, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মোট চিকিৎসা নিচ্ছেন ৮২২ জন রোগী।