বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মাগুরায় লকডাউনেও সংক্রমণ বাড়ছে

  •    
  • ১৭ জুন, ২০২১ ২০:১৯

সোমবার থেকে লকডাউন শুরুর পর বৃহস্পতিবার সর্বোচ্চ শনাক্ত হয়েছে। এই ১৯ জন নতুন করোনা আক্রান্তের মধ্যে ১০ জনের বাড়ি মহম্মদপুর উপজেলায়।

মাগুরায় ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ জন। বৃহস্পতিবার ৪৪ জনের নমুনা পরীক্ষার ফল লকডাউনের মধ্যে সর্বোচ্চ শনাক্ত বলছে মাগুরা স্বাস্থ্যবিভাগ।

সংক্রমণ ঊর্ধ্বগতি থাকায় মাগুরা সদর ও মহম্মদপুর উপজেলায় সোমবার থেকে লকডাউন দেয় জেলা প্রশাসন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, সোমবার থেকে লকডাউন শুরুর পর বৃহস্পতিবার সর্বোচ্চ শনাক্ত হয়েছে। এই ১৯ জন নতুন করোনা আক্রান্তের মধ্যে ১০ জনের বাড়ি মহম্মদপুর উপজেলায়।

এদিকে, সংক্রমণের না কমায় লকডাউন নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। সাধারণ বাসিন্দারা বলছেন, লকডাউনের আওতায় আনা হোক পুরো জেলা।

শহর এলাকায় হাসিবুর রহমান পেশায় কলেজ শিক্ষক। তিনি জানান, শহরের বাইরে লোকজনের মধ্যে সচেতনতা কম। তাই প্রশাসনকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে।

চৌরঙ্গী মোড়ের বাসিন্দা আসমা বেগম বলেন, বাঁশ দিয়ে কিছু রাস্তা বন্ধ করলেই কি সংক্রমণ কমে যাবে? ভেতরে তো মানুষ কোনো না কোনোভাবে ঢুকছে। কর্মস্থল খোলা, তা হলে লকডাউন কীভাবে কার্যকর হবে?

মাগুরা শহরের বিভিন্ন এলাকায় অন্তত ২০ জনের সঙ্গে কথা বলে জানা যায়, যশোরে করোনা পরিস্থিতি ভয়াবহ। সীমান্তবর্তী যশোরের সঙ্গে মাগুরার যোগাযোগ ব্যবস্থা সচল থাকায় সংক্রমণ বাড়ছে।

মাগুরা সিভিল সার্জন কার্যালয় জানায়, বৃহস্পতিবার পর্যন্ত জেলায় মোট এক হাজার ৪৬৪ জন শনাক্ত হয়েছে। মারা গেছেন ২৪ জন।

এ বিভাগের আরো খবর